আমাদের কথা খুঁজে নিন

   

পড়লেই হাসবেন না পড়লে পস্তাইবেন!!! আমার ফেসবুক ফান পেজের কিছু মজারু স্ট্যাটাস!

এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। ফেসবুকে নিজের ১ টা ফান পেজ আছে, যেহেতু ফান পেজ তাই পেজের স্ট্যাটাস গুলাও হয় সেইরকম ফানি। সেই ফানি স্ট্যাটাস গুলা একসাথে করে পোস্ট দিলাম। পোস্টের সিরনামেই তো কইছি পড়লেই হাসবেন না পড়লে পস্তাইবেন!!! ১। বিশিষ্ট কোঁত শিল্পি বালাম ইদানিং কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, গোপন সুত্রে খবর পাওয়া গেছে তার গান গাওয়ার স্টুডিওটি তার টয়লেটে অবস্থিত।

২। বাংলা ছিঃনেমার ধর্ষণ চিত্র দেখলে ওটাকে ধর্ষণ চিত্র মনে হয়না। মনেহয় একটা কালা কুচকুচে লোক একটা বিশাল পাহাড়ে উঠে পাহাড়ের উপরে আটকাইয়া গেছে আর পাহাড় থেকে নামার জন্য হাইহুতাশ করতেছে আর লাফাইতেছে। ৩। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞাস করল- ''কি সমস্যা?'' আমিও ডাক্তারকে জবাব দিলাম -''আমার সমস্যা যদি আমাকেই বলতে হয় তাহলে আপনি ডাক্তার হইছেন ক্যান, সমস্যা তো খুইজা বাইর করবেন আপনি'' ৪।

''বাল'' এই শব্দটা বলতে খুবই মজা লাগে! আমাকে অনেকেই খারাপ ভাবতে পারেন, কিন্তু আমি তবুও বলব ''বাল'' এই শব্দ টা অন্যতম মজার বাংলা শব্দ [হিন্দি ভাষা থেকে আগত]। বিশ্বাস না হলে বলে ট্রাই করে দেখতে পারেন [টেনে বল]। জোরসে বলো বাআআল! ৫। এফএম রেডিও অন করতেই ক্ষ্যাত হৃদয় খানের গান শুইনা মেজাজটা চরম বিগ্রাইয়া গেলো। নাকি গলার গান শুইনা মনে হইল হালায় শীতের সকালে বরফের পানিতে বইয়া গান গাইতাছে।

আর বাথরুমের চাপে কুতাইতেছে!! ৬। মশা ও ইভা রহমানের মধ্যে অসাধারণ মিল!! যতই বলি গান শুনব না, ততোই জোর করে গান শুনাইতে চায়! ৭। এয়ারটেল আমারে মেসেজ দিসে ''আপনার ব্যালেন্স ৫ টাকার কম'', আমিও রিপলাই দিসি ''তোগো এত মাথা ব্যাথা থাকলে ভইরা দে, নইলে দূরে গিয়া মর'' ৮। মশার মতো বেহায়া জিনিস আমি আমার সারা জীবনের আর দ্বিতীয়টা দেখিনাই!! ৯। বিস্বস্ত সুত্রে খবরে জানা গিয়েছে হরতালে ধাওয়া পাল্টা কবলে পড়েছেন চাকিব খান, তিন জানান তার লিপস্টিক শেষ হয়ে যাওয়ায় তিনি চাদনিচকে লিপস্টিক কিনতে গিয়ে এই ধাওয়া পাল্টা স্বীকার হন, এর প্রতিবাদে তিনি ‘’লিপস্টিকের বদলা’’ ও ‘’ওরা আমার ঠোট রাঙাতে দেয়নি’’ নামের দুটি ছিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন।

১০। বাংলাদেশের ফকির গুলান মারাত্মক উচ্চাবিলাসী, ভাব দেখলে মনেকয় আমরিকায় থাকে, কথা বার্তা হুনলে মনেকয় ক্যামারো, সাউদি গাড়ি চালাইয়া ভিক্ষায় নামসে। আল্লায় জানে কয়দিন পরে কইব বিল গেটস হেতের বন্ধু লাগে। ১১। আজকে মিরপুর গাবতলি এলাকায় গিয়ে দেখলাম, দেয়ালে দেয়ালে পোস্টার ঝুলছে ``ডিপজল কালচারাল অ্যাকাডেমি!!`` মনে প্রশ্ন জাগল এই অ্যাকাডেমিতে কি শিক্ষা দেয়া হবে...?? অস্ত্র চালনা শিক্ষা নাকি বাংলা গালি শিক্ষা! ?? ১২।

এক বন্ধুর কাছে শুনলাম ১টা বাংলা ছিঃনেমা আসছে, নাম `ছেলে কেন পয়সাওয়ালা!` যতদূর জানি বাংলা ছিঃনেমায় নায়কের বড়লোক হবার নিওম নাই! এই ছিঃনেমায় নাকি ছাকিপ খান অভিনয় করবেন! ঘটনা কেমন জানি গন্ধযুক্ত মনে হইতেছে! ১৩। ওই, ডাইরেক ডাইরেক... মিরপুর টু গুলিস্তান, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন,মতিঝিল.. ডাইরেক ডাইরেক! ইউনিভের্সিটি কোচিং যখন করতাম তখনকার দিনগুলো মিস করছি। লোকাল বাস এর ২টাকা ভাড়া মিস করছি। হেলপারের ডাক মিস করছি। ওই ডাইরেক ডাইরেক... জাবেন নাকি ফিরে সেই সময়ে! ১৪।

বাংলা ছিঃনেমার এক্সট্রা ড্যান্সার গুলারে দেখলে আমার মনে হয় আফ্রিকার জঙ্গল থেকে কতগুলা বন গরু ছুইট্টা এফডিসি তে ঢুইকা গেসে আর পাগলা পানি খাইয়া দিক বিদিক হারাইয়া ফালাইসে। ১৫। ১টা বাংলা ছিনেমার গান- `তোমার সাথে পিরিত কইরা বুঝলাম এতোদিন, এই পিরিতে আছে ভিটামিন। ` মনে প্রশ্ন জাগে- পুষ্টিহীনতা দূর করতে সরকার তাইলে `সবার জন্য ভালবাসা/পিরিতি` কর্মশূচি হাতে নেয় না কেনো!!! ১৬। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়...!! মানে বুঝেন নাই ?? এর মানে হইল বিয়া করতাম চাই!!!! খেক খেক!! ১৭।

পরীক্ষার হলে ঢুকে মনে হল আমি তো সব পারি, তাহলে পরীক্ষা দিয়ে আর কি হবে... পড়া পারি কি পারিনা এটা নিয়ে যদি কোন সন্দেহ থাকত তাহলে পরীক্ষা দিয়ে নিশ্চিত হয়ে নিতাম। যেহেতু কোন সন্দেহ নাই অতএব পরীক্ষা দেয়া দরকার নাই। ১৮। বিশেষ সুত্রে খবর পেলাম, সামান্য ঝগড়ার জের ধরে সুর্য মামার বাসার গোসলখানায় পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে তার গার্লফ্রেন্ড মেঘবালিকা, তাই বলে সে গোসল করতে না পারায় আজ এত গরম পড়েছে। ১৯।

সময় কে আরো কিছু সময় দেয়া দরকার। কিন্তু সময় কে সময় দেয়ার মত সময় আমার নাই। সময় কে সময় দিতে গেলে আসল সময় টাই ফুরাবে কেবল। সময় যে কেন এত সময় নিচ্ছে সেটা কোনো সময়ে কি বুঝতে পারবো না!??? ``মানুষ বলে নারী সবচাইতে বেশি ছলনাময়ী, আর আমি বলি, সময় নারী থেকেও অধিক ছলনাময়ী। `` ২০।

আমেরিকা তে ঘুর্নিঝড় হলে তার নাম রাখা হয় বলিউড এর নায়িকাদের নাম অনুসারে, যেমন ঘুর্নিঝড় ক্যাটরিনা। বাংলাদেশের ঘুর্নিঝড় এর নাম রাখা হয় ঢালিউড এর নায়িকার নাম অনুসারে যেমন ঘুর্নিঝড় নার্গিস!! এই মোটা মোটা নায়িকাদের নামে ঘুর্নিঝড়ের নাম না রাখলে হয়ত ক্ষয়ক্ষতি কম হবে। আশা করা যায় বাংলাদেশের আগামি ঘুর্নিঝড় এর নাম গুলো হবে ঘুর্নিঝড় মুনমুন, পুর্নিমা!! ২১। আজকাল সবার মোবাইল এ ব্লু-টুথ আছে। ব্লু-টুথ দিয়ে মোবাইল থেকে মোবাইল এ ফাইল বিনিময় করি।

আমরা আমাদের নিজেদের ইচ্ছা মত ব্লু-টুথ এর বিভিন্ন নাম দেই। তেমন কিছু মজার নাম শেয়ার করলাম- ১। আরে দে না, ডরাস কেন! ২। দে দে ভইরা দে...! ৩। দিবি না নিবি...! ৪।

একবার দে খালি...! ৫। অটোরান...! ৬। ঢুকসে নাকি...! ২২। একটা গান শুনলাম- ``আলতা রাঙ্গা পায়ে আবার নুপুর পরেচে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেচে`` কিন্তু মেয়ে যদি বোরকা ই পরা থাকল তাইলে গায়ক দেখল কেমনে যে মেয়ে আলতা দিসে আর নুপুর পরসে!! মাইয়া কি Transparent বোরকা পরসিলো নাকি!! ২৩। মন কি যে চায় বল... যারে দেখি লাগে ভাল. মন শালায় ভালই লুই...চ্চা!! এই সাত সকালে লুইচ্চামি শুরু করসে!!! [আমি না কিন্তু, মন] ২৪।

বাংলা ছিনেমার শুটিং চান্দে গিয়া করলে নয়কদের কষ্ট কম হইতো, তারা সেখানে অনায়াসে হস্তিনী আকারের মৈয়ুরি, মুনমুন দের কোলে নিয়া লাফাইতে পারবে, কারন চান্দে অভিকর্ষজ ত্বরণ শূন্য! ২৫। বল না তুমি আমার- এই ছিনেমাতে আহত শাকিব খান শখ কে জড়িয়ে ধরার পর শখ জিজ্ঞাসা করে- `কেমন লাগছে এখন...` উত্তরে শাকিব খান বলে- `আরাআআআআম`!!!! পুরাই টাশকি!! ছিনেমা দেইখা মনে হইল কার্টুন নেটওয়ার্ক দেখতেসি! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ স্ট্যাটাস গুলো আমার নিজের ফান পেজ "যা ফুট, দূরে গিয়া মর" এ দেয়া। আপডেট চলবে আগামিতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।