আমাদের কথা খুঁজে নিন

   

৭৩ রাজবন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার

রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে মিয়ানমার সরকার আজ মঙ্গলবার ৭৩ জন রাজবন্দীকে মুক্তি দিয়েছে। এক সরকারি পর্যবেক্ষণ কমিটির সদস্য বলেন, কিছুদিন আগে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ইউরোপ সফরে গিয়ে যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, মুক্তির সিদ্ধান্ত তারই একাংশ।
রাজবন্দীদের মুক্তি পর্যবেক্ষণ কমিটির ওই সদস্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আসছে দিনগুলোতে আরও অনেক রাজবন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সরকার।
২০১১ সালে মিয়ানমারের সামরিক সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর সাবেক জেনারেল থেইন সেইন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর সরকার দেশটিতে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছে।

গত কয়েক বছরে সরকার অনেক রাজবন্দীকে মুক্তি দেয়। তবে এখনো অনেক নেতা কারাবন্দী আছেন।
গত সপ্তাহে ব্রিটেন সফরের সময় থেইন সেইন এ বছরের শেষনাগাদ সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বাকি রাজবন্দীদের মুক্তি পর্যবেক্ষণ কমিটির সদস্য হ্লা মং শওবি রয়টার্সকে বলেন, ‘দেশের বিভিন্ন কারাগার থেকে আজ ৭৩ জন রাজবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। ...এর পরও অনেকে বন্দী থাকছেন।

তাঁদের সংখ্যা ১০০ জনের কম। তবে বহু বছর পর এত কমসংখ্যক রাজবন্দী জেলে থাকছেন। ’
দারুণ অনিচ্ছা সত্ত্বেও মিয়ানমার থেইন সেইনের সরকার এ পর্যবেক্ষণ কমিটি গঠন করে। এ কমিটির কাজ হলো মুক্তি দেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করা। এ ছাড়া কোন কোন বন্দীরা ফৌজদারি অপরাধে ও কারা রাজনৈতিক কারণে কারাবন্দী, তা নির্ধারণ করা।

১৯ সদস্যের এ কমিটির ১০ জন সাবেক রাজবন্দী, ছয়জন সরকারি কর্মকর্তা ও তিনজন মধ্যস্থতাকারী। হ্লা মং শওবি মধ্যস্থতাকারীদের একজন।
গণতন্ত্রকামী সংগঠন ‘এইটি এইট জেনারেশন পিস অ্যান্ড ওপেন সোসাইটি’র এক কর্মকর্তা বেশ কিছু রাজনৈতিক বন্দীর মুক্তির খবর নিশ্চিত করেছেন। তবে তিনি মোট সংখ্যা উল্লেখ করতে পারেননি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।