আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদ,জনমত ও সাংবাদিকের দায়িত্ব

হয়তো আমি একাই... সমাজের প্রতিদিনের জীবনচিত্র সংবাদপত্র। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ই সংবাদ। কিন্তু সব ঘটনা ই সংবাদ নয়। আমেরিকান সাংবাদিক Charles Anderson Dana (1819-1897) বলেছেন, "When a dog bites a man that is not news, but when a man bites a dog that is news." এছাড়াও এই বিশাল পৃথিবীর সব খবরাখবর একজন সাংবাদিকের পক্ষে একা cover করা সম্ভব না। তাই পৃথিবীতে ঘটে যাওয়া সকল ঘটনাবলীর মাত্র কয়েকটিকে আমরা সংবাদ বলে গণ্য করতে পারি।

গুজব অথবা অসত্য ঘটনা কখনোই সংবাদ হবে না সুস্পস্টতার অভাবে। একজন সাংবাদিককে কোন সংবাদ প্রকাশের আগে ব্যাপারটির সত্যতা যাচাই করতে হয়। সংবাদ মাত্রই ঘটে যাওয়া সত্য কোন ঘটনা। একজন দক্ষ এবং মহান সাংবাদিক অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন হবেন। ঘটনা ঘটে যাওয়ার আগে তিনি তার অনুধাবন ক্ষমতা দ্বারা ব্যাপারটি ধরে ফেলতে পারবেন জনকল্যাণে যা খুব ই গুরুত্বপূর্ন।

আমাদের পৃথিবী বদলে যাচ্ছে,বদলে যাচ্ছে তার রাজনীতি, অর্থনীতি আর মানুষের স্বাভাবিক জীবন যাপনের ধারা। বদলে যাচ্ছে মানুষের চিন্তা-চেতনা, রুচি, বিবেকবোধের দৃষ্টিকোণ আর দীর্ঘদিনের চলমান অভ্যাস। এই পরিবর্তনের সাথে বদলে যাছে সাংবাদিকতার সনাতনি ধারাও। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্থান এখন দখল করেছে কর্পোরেট সাংবাদিকতা। একজন অভিজ্ঞ সাংবাদিক এই রুপান্তর গুলোকে শুধু দেখেই শেষ করেন না, সে গুলোকে তিনি নীবিড় পর্যবেক্ষণেও রাখেন এবং তার নিজস্ব এথিক্স এর আলোকে তিনি তার চলার পথ বা সংবাদ লেখার পথ ঠিক করে নেন।

অনেক ধরনের ঘটনা ই ঘটে প্রতিদিন। তবে গুরুত্বের বিচারে সব ঘটনা একই মানের না হওয়ায় সব ই সংবাদ হিসেবে প্রকাশিত হয় না। এই দিক থেকে চিন্তা করলে সংবাদপত্র সমাজের দর্পন নয়। কারন সমাজে ঘটে যাওয়া সব ঘটনাবলী ই সংবাদপত্রে প্রকাশিত হয় না। একজন সাংবাদিকের নিজস্ব মতামত প্রকাশের জায়গা সংবাদপত্র নয়,ঘটনা যতোটুকু ঘটে ততোটুকুই বলবেন সাংবাদিক,এর বেশি নয়।

সংবাদ প্রকাশের সাথে অনেকগুলো ব্যপার জড়িত। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের খারাপ অবস্থার ব্যাপারে একজন রিপোর্টার তখনই কথা লিখতে পারেন যখন সে বিষয়ে কোন কর্মচারি অসন্ত্যষ প্রকাশ করেন। আর তাদের দাবী-দাওয়া আদায়ে মাঠে নামা রিপোর্টটিকে আরও বস্তুনিষ্ঠ করে তুলতে পারে। একজন রিপোর্টার যা প্রকাশ করতে পারেন তা হল নিবিড় সত্য বা জনমত। এক সংবাদপত্র থেকে অন্য সংবাদপত্রে সংবাদ প্রকাশের ধরনে ভিন্নতা দেখা যায়।

যেমন,কোন ১ টি সংবাদ যদি কোন সংবাদপত্রের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অন্য কোন সংবাদপত্রের কাছে তা গুরুত্বপুর্ণ না ও হতে পারে। এটা নির্ভর করে সাংবাদিক এবং সংবাদপত্রের নিজস্ব চিন্তা চেতনার উপর। সংবাদপত্র সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সংবাদপত্র হবে নির্মল সত্যের এক উজ্জ্বল দলিল। পেশাদারিত্বের বিষয়টি পেশার প্রতি সৎ ও আন্তরিক থাকা এবং যোগ্যতা ও দক্ষতার একটা মান অর্জনের সঙ্গে জড়িত।

আজকের সাংবাদিকতার জন্য প্রধান চ্যালেঞ্জও এটাই। জনমত সৃষ্টিতে তাই আজকের সাংবাদিক রা রাখতে পারেন গুরুত্বপূর্ন ভূমিকা। একটি সাধারন খবর কে একজন সাংবাদিক এমন ভাবে উপস্থাপন করতে পারেন যাতে তা পাঠক পড়তে আগ্রহ প্রকাশ করেন এবং তা পাঠকের মনে আলোড়ন সৃষ্টি করে। "Public opinion is the aggregate of individual attitudes or beliefs held by the adult population. Public opinion can also be defined as the complex collection of opinions of many different people and the sum of all their views."- Wikipedia কোন একটি বিষয়ে দেশের সর্বস্তরের প্রাপ্তবয়স্ক জনসাধারন মত প্রকাশ করলে তাকে জনমত বলে। অর্থাৎ জনমত বা public opinion গণমানষের মতামত এর সমষ্টি।

তবে জনমত যে সব সময় দেশ ও সমাজ কে সঠিক পথে চালিত করে তা ও নয়। এর ভাল দিক যেমন আছে তেমনি খারাপ দিক ও আছে। Public opinion deserves to be respected as well as despised" - G.W.F. Hegel কারন জনমতের সাথে অনেক বিষয় নির্ভরশীল। যেমন-দেশের উন্নয়নগত সিদ্ধান্ত, সমাজের মানুষের ভবিষ্যৎ। তাই জনমত গঠনের সময় একজন সাংবাদিক কে খুব ই সচেতন থাকতে হয়।

কারণ একজন সাংবাদিক এ পারেন সঠিক এবং উন্নয়নমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। একজন সাংবাদিক তার নিজের স্থান থেকে সততার মাধ্যমে যতটুকু ঘটেছে শুধু তার ই আলোকপাত করবেন। যিনি সাংবাদিক তাকে সংবাদ তৈরি করতে হবে দেশপ্রেমের জায়গা থেকে, জনকল্যাণের জায়গা থেকে এবং তা অবশ্যই সৎ থেকে। নিজস্ব বক্তব্য নিয়ে একটি সংবাদপত্র কখনই খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। তাকে চিন্তা করতে হবে জনমতের জায়গা থেকে জনকল্যানের জায়গা থেকে।

আর যথার্থ জনকল্যান জনমত গঠনের উপর ই নির্ভরশীল। আর এমন জনমত গঠন কে কখনই প্রশ্রয় দেয়া যাবে না যা দেশ কে অন্ধকারের দিকে ঠেলে দিবে। এ ব্যাপারে তাই সংবাদপত্রের রিপোর্টার ও সম্পাদক কে সচেতন থাকা দরকার। কারণ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় public policy গঠনে public opinion কেই বেশি প্রাধান্য দেয়া হয়। একটি সংবাদপত্র সাধারনত কখনই এধরনের মতামত কে সমর্থন করে না,এবং এ ধরনের ধংসাত্মক কার্যকলাপেও লিপ্ত হয় না।

কারন সংবাদপত্র যেমন আগুন জালাতে জানে তেমনি জানে আগুন নিভানোর উপায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।