আমাদের কথা খুঁজে নিন

   

ফল টল পল ফল টল

ভালো মেয়ে। ভাবলাম নানা দেশের ফলের ছবি দেই। আর সাথে থাকবে সেই ফলের গুনাগুন। যেই ভাবা সেই কাজ। আমলকি,আমলা নামে পরিচিত।

প্রদাহ ,ডায়রিয়া,আমাশয় এর জন্য উপকারী। কিন্তু একটার ওষুধি গুণাগুণ লিখেই ক্লান্ত হয়ে গেলাম। তাই শুধু ছবি আর নামটা জানেন আপাতত। ডেভিলস আপেল নামে পরিচত। ভারত,অস্ট্রেলিয়া এবং মালয়েসিয়াতে প্রধানত পাওয়া যায়।

এটার গন্ধ ভাল না। তবে প্রচলিত আছে এটা সর্ব রোগের ওষুধ। জংলি জাম নামে পরিচিত। নেপালে পাওয়া যায়। কেউ কেউ এটাকে "বেরী অফ স্ন্যাক" বলে।

আফ্রিকান শশা। কোরিয়ান লেবু। আমাদের সকলের পরিচিত লিচু ছবি দিতে গিয়ে ভাবলাম কয়েকটা দেশের জাতীয় ফলের ছবি দেই। ব্রাজিলের জাতীয় ফল। কুপুউয়াকু।

সম্ভবত ব্রাজিলিয়ান নাম। ডিকশনারি ঘেটে এতার কোনো বাংলা নাম খুজে পায় নাই। ভারতের জাতীয় ফল। আম। নেপালের নাকি কোনো জাতীয় ফল নাই।

কিয়ি ফল। চীনাদের জাতীয় ফল। আরো দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু মন খারাপ লাগছে হুট করে। তাই আর দিলাম না।

আমার মন খারাপ হলে যে গান্টা শুনি সেটার লিঙ্ক দিয়ে দিলাম । আমার রাত জাগা তারা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।