আমাদের কথা খুঁজে নিন

   

এখন শুনি, মিলন নিজের জন্মদাত্রীর সমান বয়সী সত্তর বছর বয়স্ক এক বৃদ্ধাকে ছয়বার ধর্ষণ শেষে হত্যা করেছেন!

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার। প্রতিপক্ষ ঘায়েলে মানুষ চিরকালই কৌশলী, ছলা-কলার আশ্রয়ী। সভ্যতার বয়সী প্রতিপক্ষকে ঘায়েলের ইতিহাসে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের মতো নোংরামি অন্য কোথাও নেই। নীতিজ্ঞানহীন প্রতিপক্ষ ঘায়েলেও কিছু নিয়মনীতি বা শিষ্টাচার থাকে। সেটা বোধ করি ভদ্রোচিত ও বিশ্বাসযোগ্য আচরণ এবং চক্ষুলজ্জা সমৃদ্ধ।

বাংলাদেশের রাজনীতিতে অবশ্য এসবের বালাই নেই। ক্ষমতাসীন পরিবারের গাত্রদাহে নৌবাহিনীর প্রধান নিজের ড্রাইভারের দেড়শ’ টাকা দামের সামান্য ক্যাসিও ঘড়ি ছিনতাই মামলায় হাজত খাটেন। নো কোয়েশ্চেন আস্কড! সব ক্ষমতাসীন রাজনৈতিক দলের মধু খাওয়া কোটি টাকা রোজগারী ব্যারিস্টার জেল খাটেন শূন্য মদের বোতল রাখার অভিযোগে। বিএনপি’র শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ‘ম্যানেজ’ টাইপের মানুষ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ভাগ্যান্বেষী মার্কিন মিলন বাংলাদেশের মন্ত্রিত্বও ম্যানেজ করেছিলেন।

দোষে-গুণেই মানুষ। তবে শত্রুরাও স্বীকার করবেন মিলন নিতান্তই হাসিমুখ ভদ্রলোক। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। বাংলাদেশের স্কুল-কলেজের ফাইনাল পরীক্ষাকে নকলমুক্ত করার উদ্যোগের জন্য মিলনের পরিচিতি সারাদেশে। বলি না মিলন দুর্নীতিমুক্ত দুগ্ধপোষ্য শিশু।

অনেক রাজনৈতিক সঙ্গী ও প্রতিপক্ষের সঙ্গে ওয়ান ইলেভেনের পাইকারি জেলযাত্রায় মিলনও ছিলেন। আওয়ামী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই মিলনের রাজনৈতিক ও ব্যক্তি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঘড়ি চুরি-ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের মতো অভাবনীয় আইডিয়ার বিভিন্ন মামলায় ৪৪৭ দিন টানা কারাবরণ শেষে হলে জামিনে মুক্ত হয়েছেন মিলন। এখন শুনি, মিলন নিজের জন্মদাত্রীর সমান বয়সী সত্তর বছর বয়স্ক এক বৃদ্ধাকে ছয়বার ধর্ষণ শেষে হত্যা করেছেন! ধর্ষণের জন্য মিলনকে কেনই এই বৃদ্ধা নারীটিকে বেছে নিতে হলো তা বোধকরি ধর্ষিতার বাদী পুত্রই বলতে পারবেন! মিথ্যে মামলায় কি বাদীর সাজা হয়? প্রতিপক্ষকে ঘায়েলের এত ঘৃণ্য নজির বোধহয় বাংলাদেশের নোংরা রাজনীতিতে আর নেই। মিলনকে এসব মিথ্যে ঝামেলায় কে বা কারা ফেলছেন সরকারের নীতি নির্ধারকদের নিশ্চয় জানা আছে।

কিন্তু সরকার নিশ্চুপ। আওয়ামী শীর্ষস্থানীয়রা কি জানেন না, কুকুরপালার পূর্বশত কুকুরের জন্য চেইন কেনা? আওয়ামী নেতৃত্বকে আগামীতে এই চেইন না কেনার মাশুল দিতে হতে পারে। আগামী নির্বাচনে যদি আওয়ামী ভরাডুবি হয় তাহলে মিলন নির্ঘাত আবারও মন্ত্রী হবেন, তখন কিন্তু একই কায়দায় মিথ্যে মামলায় ষড়যন্ত্রকারীদের কারাগারে আটক করা হলে? বৃদ্ধ বয়সে কারাগারে নিঃসঙ্গ মৃত্যুর চেয়ে ভয়াবহ কিছু নেই। সুত্র- View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।