আমাদের কথা খুঁজে নিন

   

হকি তারকা জিমিকে হুমকি

গত ১৮ জুলাই অপরিচিত নম্বর থেকে তার বাসায় র‌্যাব পাঠানোর হুমকি দেয়া হয়। এই ঘটনায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একটি জিমির পক্ষ থেকে বংশাল থানায়, অন্যটি হকি ফেডারেশনের তরফ থেকে পল্টন থানায়। মঙ্গলবার জিমির জাতীয় দল থেকে অবসর নেয়ার গুঞ্জনও শোনা যায় হকি অঙ্গনে। এ প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।

আমার নিরাপত্তা নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায়। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই ক্যারিয়ার নিয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি খেলোয়াড়দের উস্কানি দিচ্ছি। ” হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “শুধু জিমি নয়, ফেডারেশন সব খেলোয়াড়ের পাশে ছিল, থাকবে। এই ঘটনা আমরা প্রশাসনকে জানিয়েছি।

এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ” জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম বলেন, “জিমির অবসরের গুঞ্জন সঠিক নয়। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।