আমাদের কথা খুঁজে নিন

   

নিম পাতার গন্ধ

আমি ক্লান্ত শ্রান্ত অশান্ত রাতজাগা এক পথিক, জানি না এই পথে চলেছি কি'না সঠিক যতুগৃহ মনে পূন্জীভূত রক্ত প্রতিবিম্ব ঠায় দাঁড়িয়ে থেকে হয়ে শক্ত. তপ্ত আঁচ টাচ্,অবিন্যস্ত কেশ গাত্রোদ্দাহ জীবনের এই বুঝি শেষ, শরীর ছাড়িয়ে ক'ফুট চৌকোনা সীমারেখা তুচ্ছ ছিদ্রের স্পর্শে লাগে বিষম ছেঁকা. আলিস্যির বিছানায় বেদনার মেরুদন্ড যন্ত্রনার যা চোট, বোধহয় তাও খন্ডখন্ড. নিষিদ্ধ শরীরে নখের আঁচড়ের দাগ রক্তের এক কণা লেগে হয়ে যায় "আগ" পূবের সন্ধ্যা ফেটে পড়ে টিউবের আলোর জোরে খুবই কম সবার আসা-যাওয়া আমার ভাইরাস-বিদ্ধ ঘরে নিম পাতার গন্ধ আমার ঘরের কোনায়, মূহূর্ত প্রতিক্ষন কেটে যায় হাতের কড় গোনায় একা এ ঘড়ি জানিয়ে যায় সময় চলছে আপন তালে অন্ধকারের আঁশ উঠে আসে আমার শরীর ঠেলে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।