আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির রহস্য!

বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত কত রহস্যময় ঘটনাই না ঘটছে! মানুষের অনুসন্ধানী মন এসব রহস্যময় ঘটনার সঙ্গে নিজের দেখার এবং অভিজ্ঞতার মিল খুঁজে পেতে চায়। কখনও কখনও পেয়েও যায়। ইংল্যান্ডের এসেক্সে ৪০০ বছরের পুরনো ওকগাছের সঙ্গে নরওয়ের বিশ্ববিখ্যাত অভিব্যক্তিবাদী চিত্রশিল্পী এডওয়ার্ড মাঞ্চের বিখ্যাত চিত্রকর্ম 'দ্য স্ক্রিম'-এর মিল খুঁজে পাওয়া গেছে। এসেক্সের কগেশালের মার্ক হল পার্কের এই ওকগাছটির দিকে তাকালে আপনার মনে ভয়ের শিহরণ জাগবে নিশ্চিত। গাছটিতে সৃষ্ট বড় তিনটি গর্ত যা খোলা চোখ ও মুখের অভিব্যক্তি তৈরি করেছে।

এর দিকে তাকিয়ে চমকে ওঠে মানুষ। ১৮৯৩ সালে আঁকা দ্য স্ক্রিম চিত্রকর্মটি এবং ওকগাছের প্রকৃতি-সৃষ্ট ছবির মিল প্রকৃতির অপার রহস্যের এক উদাহরণ বলে মনে করেন অনেকে। বাগানের কিউরেটর জোনাথন জুকস বলেন, গাছটির এ ছবি দারুণ এবং অনন্য এক অনুভূতির সৃষ্টি করে। জুকস বলেন, যেখানে বেশির ভাগ গাছ কেটে ফেলা হয়েছে, সেখানে ৪০০ বছরের পুরনো এ ওকগাছটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। গাছটির আলাদা মূল্য আছে বলে উল্লেখ করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।