আমাদের কথা খুঁজে নিন

   

বধু সেজে বসা প্রিয়া বিয়ের পিড়িতে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে বধু সেজে বসা প্রিয়া বিয়ের পিড়িতে পাগড়ী মাথায় এসেছে বড় প্রিয়ার বাড়ীতে ফুটছে শুধু আতস বাজি ঐতো বুঝি এলো কাজী সইতে পারবো নগো বিধি যাব মরিয়া একটু পরে কবুল বলে চলে যাবে প্রিয়া!! নতুন সাথী নিয়ে প্রিয়া যাবে যে পথ দিয়ে আমার লাশটা রেখ সেই পথের ধারে নিয়ে ভেবে যদি আমার কথা প্রিয়ার মনে লাগে ব্যথা শান্তি পাব মরার পরে কবরে গিয়া!! একটু পরে কবুল বলে চলে যাবে প্রিয়া!! ভালবাসা কাকে বলে শিখালো যে প্রিয়া আজকে কেন চলে যায় সে আমায় ফাঁকি দিয়া এই কি ছিল তোমার মনে.যাবে তুমি সুখের ভূবনে আমার ভালবাসার বুকে মাটি চাপা দিয়া!! একটু পরে কবুল বলে চলে যাবে প্রিয়া!! কথা:আবুল হাশেম সুর:অনিক ফয়সাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।