আমাদের কথা খুঁজে নিন

   

একটা বাংলা ছিনেমা বানানোর খায়েশ, ভার্সিটি লাইফ শেষ হইবার আগে কইরাই যামু

বানের জলে ধুয়েমুছে যাক সব জঞ্জাল বাংলা ছিনেমা তৈরী করতে মন্চায়। কাহিনীও মুটামুটি রেডি (কোন চরিত্রে কারে মানাইব আপনারাই কন): ============================== নায়ক ধনী, নায়িকা গরীব (হু, ঠিকই আছে) তয় বহু আগে নায়কের বাপ গরীব আর নায়িকার মা ধনী ছিল! নায়িকা নিয়মিত জিমে যায়, কুংফু কার্তে প্র্যাকটিশ করে। গায়ে ম্যালা শক্তি!! নায়করে একবার গুন্ডারা এটাক করে, নায়ক বলে "বাচাও.........ছেড়ে দে শয়তান, তোদের ঘরে কি বাপভাই নেই" !!!!!???? গুন্ডারা অবশ্য টাকার জন্যই ধরছিল তারে। যাই হোক, নায়িকা মিগ২৯ এ কইরা উইড়ে আসে, এরপর সব গুন্ডারে ইচ্ছামত পিটায়া খেদায়। নায়ক বলে "আরে একি করলেন, আমার গায়েই তো শক্তি ছিল, আপনি হুদাই এত কষ্ট করতে গেলেন ক্যান??" নায়িকা লজ্জা পায় !!! এরপর ..... চলতে থাকে হরেকরকম ডায়ালগ, নাচ, গান।

নাচের কারণে এলাকায় ৫ মাত্রার ভুমিকম্প তৈরী হয় কাহিনী গড়াতে থাকে। একসময় নায়কের ড্যাডি হটাৎ ধুম করে মইরা যায়। ওদিকে নায়িকা সবে ইয়াহু মেইল আইডি খুলছে, প্রচুর বিদেশি তারে কুন কারণ ছাড়াই মেইল কইরা গাদাগাদা ডলার লিখে দেয়। নায়িকা বড়লোক হয়া যায় এরপর নায়করে আর পাত্তা দেয় না, ভাব নিয়া চলে। নায়ক বেইল না পাইয়া হতাশ হয়, তয় খুব বেশিক্ষণ না।

সে সিকিউরিটি নিয়া সচেতন, যেকোন কাজের আগে সবসময় ব্যাকআপ রাখত তাই খুব তাড়াতাড়িই(কয়েকমিনিটেই) নায়িকারে ভুইলা যায়! যাই হোক, শেষের দিকে দুই সেট(নায়িকা+ব্যাকআপ, নায়ক+ব্যাকআপ) নাচগানের দৃশ্য থাকে, এরপর ছিনেমা শ্যাষ হয়া যায়.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.