আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষা-রাতের কবিতা - এক

এভাবে গগণচূড়া আর দেবদারু সব ভিজে গেছে কতদিন সারধরে একসাথে; কংক্রীটের রাস্তা নদী হয়ে বয়ে গেছে কতদিন এভাবে; গা ঝারা দিয়ে নেড়ী কুত্তা অসম্ভব সাহস দেখিয়েছে তখন দোর খোলা পেয়ে কারো ঘরে ঢুকবার। কদমের গায়ে সাদা রেণু কতদিন এভাবে সিক্ত হয়েছে ভিজে, সুঘ্রাণ তার পেয়েছে কী কেউ ভিজে এ আষাঢ়ে? হয়ত পায়নি কিংবা পাবার সম্ভাব্যতায় পিচ-গালা নদী সাঁতরে তারা হচ্ছে পার বহুদিন ধরে, ক্রমাগত এই বর্ষা-রাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।