আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল ধোঁকা

আমার একটা ভাল নাম ছিল - "আকাশ" যতদিন তুমি ছিলে আমি ও একদা এই সমাজে এসেছিনু দিয়ে পধধুলি ছেড়া ভিজে কাগজের দস্তাবেদ হাতে আজব মানুষের ভিড়ে যখন রেখেছিনু মন , অনেকেই দিয়েছিলো আশীর্বাদ । করেছে বিচরন । এসেছিল হয়ে ছাগল , পাগল , গরুর পাল ভাবিয়া মোরে ওহে এই কি সেই, যে দুস্টু রাখাল অনেকেই করিল বাহবা , করিল দিয়া গাল খেয়ে আমি ও নব্য পথিক হইয়াছিলাম টালমাটাল জ্ঞানী ভাইদের ডাকিয়া বলিয়াছিলুম একি !! কেন করিতেছ তুচ্ছু ঝগড়া বিবাদ নিজেদের মদ্ধ্যে এতে যেনো নয় সে তুস্ট, তীর আপনাতেই বিঁধবে । আমাকে বলিল - তুমি বুঝবে না হে কচি খোকা সইতে না পারিলে তুমি খাবে যে কঠিনতর ধোঁকা একে একে দিন গুনিয়া , বছর করিলাম পার এখন বুঝিয়াছি বন্ধু তো নয় সে সে যে নব্য যুগের "রাজাকার " । একি সেই মোর প্রাণপ্রিয় ভাই এই কি সেই চেনা পথ লেখিয়া রম্য , গল্প কবিতা পেয়েছি কি তবে আজ ছাই প্রশ্ন করি নিজের কাছেই ক্ষমা কর প্রভু , শক্তি দাও আমায় করিতে পারি যেন নির্মূল এ ধরায় তাদের বপন বীজ থেকেই করিব রক্ত রাঙ্গা আরেকটা পতাকা মোরা আঁকিব । জেমস বন্ড - ১৩/০৩/২০১৩ ২:৩৭ পি এম  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.