আমাদের কথা খুঁজে নিন

   

ধুমমা চালে ধুমমা চালে ধুম...

চলো সবাই সামনে এগিয়ে যাই.... বেশ কিছুদিন আগে গ্রামে গিয়েছি। বেশ ভালো লাগে যে, এখন সব জায়গায় পৌঁছে গেছে ডিশ। যার ফলে সহজেই বিটিভির খিচুরি দেখার চেয়ে অন্য চ্যানেলে বিনোদন উপভোগ করতে পারছে সবাই। কিন্তু কী আশ্চর্য্! এলাকার বেশিরভাগ মানুষই দেখছে ভারতীয় চ্যানেল। বিশেষ করে মহিলা ও শিশুরা ঝুঁকে পড়ছে ভারতীয় এসব চ্যানেলে।

যাতে দ্বন্দ-বিবাদ আর কলহের বিভিন্ন মাত্রার সিরিয়াল প্রচার হয়। আমার ফুপুর বাসার কাজের মেয়ে ভালোভাবে বাংলা না বলতে পারলেও হিন্দি বলতে পারতো খুব। হায় আফসোস। ভারতে আমাদের কোনো চ্যানেল প্রচার হয় না। আর আমাদের দেশে ভারতীয় চ্যানেলই বেশি দেখছে সাধারণ মানুষ।

শুধু সাধারণ মানুষই নয়, ঢাকা শহরে এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর টিভি রুমের চিত্রও এটি। আর এর প্রভাব পড়ছে আমাদের সংস্কৃতির উপর। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে ঢুকে পড়ছে ভারতীয় সংস্কৃতি। ভারতীয় বাঙালি সংস্কৃতিও আমাদের সংস্কৃতি এটা আমি কিছুটা মানি। কিন্তু এখন ভারতীয় বাঙালিদের মাঝে আর আগের সংস্কৃতি নেই।

হারিয়ে গেছে সেই সংস্কৃতি। অপসংস্কৃতি ঢুকে গেছে সেখানে। আর এখন এটা ঢুকার অপেক্ষায় আছে আমাদের সংস্কৃতিতে। বাঙালিদের নিজস্ব সংস্কৃতিতে। তাহলে এক সময় হারিয়ে যাবে আমাদের সংস্কৃতিও।

এই শিশু থেকে মধ্যবয়সীরা ঝুঁকছে হিন্দি চ্যানেলের দিকে। এতে কী আমাদের সংস্কৃতিতে প্রভাব পড়ছে না। আমাদের চারপাশে একটু ভালো করে খেয়াল করলেই তা বুঝা যাবে। তাহলে এটা থেকে মুক্তির উপায় কী? আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায় এজন্য আমরা কী করতে পারি? নাকি আমাদের সামনে শিশুদের মনে হিন্দির অপসংস্কৃতির ছাপ ঢুকবে তা শুধু চেয়ে চেয়ে দেখব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.