আমাদের কথা খুঁজে নিন

   

মাশাল্লাহ, আমাদের সেনাবাহিনীর কত উন্নতি হচ্ছে!

বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালের শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন বিষয়ে সেমিনার, প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আগে যেসব বিষয়ে কখনও দেশের বাইরে প্রশিক্ষণের প্রয়োজন হতো না এখন সে বিষয়েও প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ভারত। গত নভেম্বর মাসে আসামের জোরহাটে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো এবং ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো মিলে যৌথ মহড়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে ৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং ভারতীয় সেনাবাহিনীর ২১ প্যারা রেজিমেন্ট অংশ নেয়। মহড়ায় কমান্ডো সংক্রান্ত অন্যান্য বিষয়ের পাশাপাশি প্যারা ড্রপিং প্রশিক্ষণ দেয়া হয়। সন্ত্রাস মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী কমান্ডোদের সঙ্গে এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন অংশ নেয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা নেতৃত্বে দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা যায়, আগে কখনও ভারতে যাওয়ার প্রয়োজন হতো না এরকম অনেক বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে সেনাবাহিনীর বিভিন্ন টিম ভারতে যাচ্ছে। বিভিন্ন সেমিনার, যৌথ পর্বত অভিযান, সেনাবাহিনীর কুকুর প্রশিক্ষণ, গরু, ছাগল ও মুরগি জবাই কোর্স, ঘোড়া প্রজনন প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখন যাচ্ছে ভারতে। গত বছরের ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর ৪টি গ্রুপ বাংলাদেশ-ভারত যৌথ স্পেশাল ফোর্স প্রশিক্ষণে অংশ নিতে ভারত সফর করেছে। শুধু যৌথ মহড়াই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর ঘোড়া প্রজনন টিম প্রশিক্ষণের জন্য ভারতে গেছে কয়েক দফা। ২০০৯ সালের জুন মাসে ঘোড়া প্রজনন প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর চারটি টিম ভারতে গেছে।

২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত একটি টিম গরু, ছাগল, মুরগি জবাই প্রশিক্ষণ নিয়েছে ভারতে। গত বছরের ৬ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আর্মির কুকুর প্রশিক্ষণ অফিসার টিম কোর্স করতে ভারতে যায়। আমার দেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।