আমাদের কথা খুঁজে নিন

   

নারী নির্যাতন

নারী নির্যাতন এ দেশে এক বড়ই ব্যাধি। এ ব্যাধির সমাধানের পথ কি? রাজনৈতিক নেতা, আমলা কিম্বা সমাজ সচেতন মহল বিষয়টি নিয়ে কি ভাবছেন? আর কত বলি হরে অবলা নারী? সেই অসহায় মায়ের জাত নারী। সম্প্রতি লোমহর্ষক দুইটি নিষ্ঠুর ঘটনা প্রমান করে এ দেশে হচ্ছে টা কি ??? এভাবেই চলবে কি নারী নির্যাতন??? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষিকা রুমনা মন্জুরকে তার পাষান্ড স্বামী এবং ধর্ষনের বিচার চাওয়ায় নোয়াখালীর সেই কুখ্যাত ধর্ষক-খুনি নুরজাহান বেগম এর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় ৮ দিন পর মারা যায়। এর চেয়ে নিষ্ঠুরতার প্রমান কি লাগবে? এদেশের প্রধানমন্ত্রী,বিরোধীদলীয় নেত্রৗ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কৃষি এমন কি সংসদীয় উপনেতা পর্যন্ত নারী হওয়া সত্বেও কেন নারী নির্যাতন বন্দ হচ্ছে না????????????? এর জবাব আদৌ পাওয়া যেবে কি ??????আর কখন নারী নির্যাতন বন্দ হরে? প্রয়ি দু'দশকের বেশী সময় দরে নারী নেতৃত্ব ও শাসিত এ দেশে যদি তাদের অনুকূল পরিবেশ বিনষ্ট হয়ে যায়,ভূলুষ্ঠিত হয়ে যায়, তাহলে কার কাধে ব্যর্থতার দায় চাপাবেন? এ অনুকূল পরিবেশ হাত ছাড়া করে পরবর্তী প্রজন্মের কাছে কি জবাব দিবেন?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.