আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন জলপরী সুমি !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! -হ্যালো ! -ফোন দিয়েছো কেন ? তোমাকে না ফোন করতে মানা করেছি ! -আরে এগারো দিন পরে ফোন দিয়েছি ! -এগারো দিন পরে ! সুমি যেন আকাশ থেকে পড়লো ! গলার স্বর আর একটু বাড়িয়ে বলল -এগারো দিন আগে তোমাকে ফোন করতে মানা করেছি তুমি ঠিক সেই দিন বিকেলেই আমাকে ফোন দিয়েছ ! -আরে বাবা ! তুমি কি বলেছিলে ? তুমি বলেছিলে কাল থেকে আর যেন আমি ফোন না দেই ! আমি তো তাই বিকেল বেলা ফোন দিয়েছি ! -তাই না ? তার একদিন পর কে ফোন দিয়েছিল !! সুমি অপেক্ষা করে সুমন কি বলে শোনার জন্য ! সুমন কিছুক্ষন চুপ করে থেকে বলল -আরে আমি তো তার পর দিন তোমাকে ফোন দিয়েছিলাম তোমার ক্লাস মেইট হিসাবে ! মনে নেই ! আমি কিন্তু একবারও তোমাকে আই লাভ ইউ বলি নি ! বল বলেছি আই লাভ ইউ ? সুমি চুপ করে থাকে ! সুমন আবার বলল -দেখো যদি আমি তোমাকে প্রোপোজ না করতাম তাহলে কি তোমাকে ফোন করতাম না ? তাই না ? মনে কর আমি আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম না কোন কালে ! সেই হিসাবে আমাদের ভিতর কোন ঝগরাও হয় নি ! ফোন না দেওয়ার কোন কথা হয় নি ! ঠিক কি না বল ? সুমি মেজাজ টা একটু গরম হল ! এর সাথে তর্ক করে লাভ নাই ! সুমি বলল -আচ্ছা ঠিক আছে ! আজকে কেন ফোন দিয়েছো ? -আসলে ... সুমন একটু ইস্ততঃ করে ! -দেখ আমার কথা বলতে ভাল লাগছে না ! কি জন্য ফোন দিয়েছো বল ! তা না হলে ফোন রেখে দিবো ! -আচ্ছা ! আচ্ছা ! ফোন রেখো না ! আমি বলতে চাই যে আমটা কি আজকের মত যুদ্ধ বিরতি দিতে পারি ? মনে কর শান্তু চুক্তি করলাম ! সুমি সুমনের কথা ঠিক বুঝতে পারলো না ! -মানে কি ? -মানে হল এখন তো আমাদের প্রেম যুদ্ধ চলছে ! কেউ কারো মুখ দেখছে না ! তো আমি বলছিলাম যদি এই আজকের দিনের জন্য এই যুদ্ধ বিরতি দিতে ! আমরা কয়েক ঘন্টার জন্য কি শান্তি চুক্তি করতে পারি না ? -কেন ? -নাম মানে বিশেষ বিশেষ কারনে যুদ্ধ বিরতি হতে পারে না ? শুনো আজ সন্ধ্যার সময়, বড় পুকুরটার পাড়ে আসবা কেমন ? আমি অপেক্ষা করবো ! -জি না ! আমার কোন ইচ্ছাই নাই আসার ! -না না ! আমি জানি তুমি আসবা ! টাটা !! সুমিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সুমন ফোনটা রেখে দিল ! সুমির মেজাজা টা আবার খারাপ হল ! এই ফাজিল ছেলেটা সব সময় এমন টা করে ! নিজের কিছু একটা হলেই সেটা ওকে বলেই ফোন রেখে দিবে ! সুমির কোন মতামত নিবে না ! সব সময় একটা ডোমেনিটিং ভাব ! সুমির সাথে এই জন্য সুমনের সম্পর্কটা ভাল যাচ্ছিল না কয়েকদিন ! সুমি তাই সুমন কে পরিস্কার করেই বলেছিল কয়েকদিনের জন্য ওদের একটু আলাদা থাকা দরকার । কোন ফোন কল না আবার কোন যোগাযোগ না ! তাহলে নিজের আমরা এক অপরের গুরুত্ব বুঝতে পারবো ! তাই এই কদিন সুমি চেষ্টা করেছে সুমনের সাথে যোগাযোগ না করতে ! কিন্তু ঠিকই ফোন করছে ! সুমি তাই ঝাড়ি দিয়েছে বেশ কয়েকবার ! কিন্তু সুমনকে থামানো যায় নি ! তবে দুজনের এই এগারো দিনে একটা বারও দেখা হয় নি ! কিন্তু আজকে হতে চলেছে ! সুমি মনে মনে ভাবলো যে সে যাবে না বড় পুকুরের পাশে । কিন্তু না গিয়ে থাকতেও পারলো না ! দিনের আলো একটু কমে এলেই সুমি বড় পুকুরে হাজির ! ওর জন্য একটা বড় বিশ্ময় অপেক্ষা করছিল বড় পুকুর পাড়ে ! পুরো পুকুরে মধ্যে আলো নড়ে চড়ে বেড়াচ্ছে ! প্রথমে একটু আশ্চর্য হয়ে গেল ! কেবল পুকুরই না পুকুরের পাড় আশে পাশের এলাকায় সব জায়গায় এই আলো জ্বলতেছে ! আর একটু কাছে গিয়ে সুমি দেখলো আলো গুলো আসলে মোমের আলো ! ছোট ছোট বাটিতে মোম রেখে পানি ভাষিয়ে দেওয়া হয়েছে । পানিতে ওগুলো দোল খাচ্ছে আর মনে হচ্ছে আলো গুলো নড়ছে ! আর ঠিক মাঝ খানে কিছু মোম স্থির হয়ে রয়েছে ! কিছু একটা লেখার চেষ্টা করা হয়েছে ! আর একটু কাছে গিয়েই সুমি বুঝতে পারলো সেখানে লেখা Happy Birthday Jolpori Sumi ! সুমন ওকে আদর করে জলপরী ডাকে ! সুমি কেবল কিছুক্ষন চুপ করেই কিছুক্ষন তাকিয়েই রইলো চরপাশে ! সুমনের মনে ছিল ? সুমির মনে হয় পাগলটা মনে রেখেছে ! আর কত কিছু না করেছে ! একটা অন্য রকম ভাল লাগার অনুভুতি হচ্ছে ওর মনের ভিতর ! এমন পাগলামো মানুষ করে ! এমন পাগলের কাছে থেকে কি দুরে থাকা যায় ? কই ? সুমি খুজতে থাকে সুমন কে ? কিন্তু কোথাও দেখা যায় না ! একবার নাম ধরে ডাকেও । কিন্তু সুমনের কোন দেখা নাই ! সুমি ফোন দেয় ওকে ! -কই তুমি ? -স্ট্যাম্প কিনতে এসেছি ! -মানে ? -না মানে শান্তি চুক্তি সাক্ষরিত হবে না ! -তুমি পাঁচ মিনিটের ভিতরে যদি এখানে না আসো তাহলে আমি কিন্তু চলে যাবো ! -ফুহ !! -মানে ? -মানে হল তুমি ওখান থেকে যেতেই পারবে না ! আমি জানি ! কথা সত্য ! সুমি এই জায়গা ছেড়ে কিছুতেই যাবে না ! সুমি এবার খানিকটা নরম কন্ঠে বলল -আচ্ছা যাবো না ! তুমি আসো প্লিজ ! -আগে বল তুমি আর কোন দিন আমার সাথে এমন করবে না ! -কেমন ? -এই যে আজ এগারোটা দিন তোমার সাথে দেখা হয় নি ! আমি কিভাবে থাকি বল ! সুমির মনটা আবার ভাল লাগার অনুভুতিতে ভরে গেল ! বলল -আচ্ছা ! আমার বাবুটাকে ছেড়ে আমি কোথাও যাবো না ! এবার আসো প্লিজ ! -এই দেখ ! বাঁ দিকে ! সুমি বাঁ দিকে তাকালো ! সুমন দাড়িয়ে আছে ! মোমের আলোতে ওর চেহারায় কেমন একটা আনন্দ দেখা যাচ্ছে ! সুমন ওর কাছে আসলো ! ওর হাতে একটা ছোট্ট কেক ! তার উপরও একটা মোম জ্বলছে ! -আই লাভ ইউ ! সুমি বুক বেকিয়ে বলল -হয়েছে আর ঢং করতে হবে না ! এমন ড্রামা করতে পারো না তুমি ! ওরা পাশের বেদিতে বসে একসাথে ! সুমির কেন জানি নিজেকে খুব বেশি ভাগ্যবান মেয়ে মনে হয় ! এমন এককজন ভালবাসার মানুষ পেয়েছে !! আজকে সত্যি সুমির জন্ম দিন ! জলপরী সুমি ! আমার বন্ধু ! জানি না ওর এমন একজন সুমন আছে কিনা তবে ওর জন্মদিনে দোয়া করি যেন এমন একজন ভালবাসার মানুষ যেন ও পায় !! শুভ জন্মদিন সুমি ! ফেবু লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।