আমাদের কথা খুঁজে নিন

   

যবিপ্রবি'র এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নীপিড়নের অভিযোগ

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরা ডাকযোগে লিখিত এক চিঠিতে এই অভিযোগ আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠির বিষয়টি স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ঠ সূত্রে জানাগেছে, গত ২০ জুন সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির কাছে ডাকযোগে একটি চিঠি আসে। চিঠিতে অভিযোগ করা হয়েছে পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আশরাফ আলী সিদ্দিকী তারই বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন।

বিভাগীয় প্রধানের যশোর শহরস্থ ভাড়াবাড়িতে তার মেয়েকে প্রাইভেট পড়াতো ছাত্রীটি। এ সুযোগে তিনি এ নির্যাতন চালান। চিঠিতে ড. আশরাফ আলীর বিচার দাবি করা হয়। চিঠিটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার রেজিস্ট্রারসহ কয়েকজন শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান। এছাড়া তিনি অভিযুক্ত শিক্ষক ও ছাত্রীটির সাথেও আলাপ করেছেন।

এ বিষয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়ের যৌন নীপিড়নবিরোধী কমিটির সভাপতি ড. মো. আনিসুর রহমানের সাথে। তিনি বলেন, তিনি রেজিস্ট্রারের কাছে বিষয়টা শুনেছেন। ওটা একটা উড়ো চিঠি। ফলে এটাকে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। চিঠিতে প্রেরকের ঠিকানা থাকলে এখনই বিচার প্রক্রিয়া শুরু করা যেত।

তবে, অভিযুক্ত শিক্ষককে ডেকে সংশোধিত হওয়ার জন্য বলা হয়েছে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা সুব্রত মন্ডল বলেন ‘বিষয়টা আমি শুনেছি। একটা মেয়ে করেছে। সে নিজে করেছে না উড়ো চিঠি তা বলতে পারবো না। শুনেছি নিজ ডিপার্টমেন্টের এক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ।

আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। ’ এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আশরাফ আলী সিদ্দিকীর সাথে যোগাযোগ করলে তিনি ক্ষুব্ধ কন্ঠে বলেন, ‘আপনারা কি চিঠি পেয়েছেন? আমাকে জ্বালাতন না করে ভিসির সাথে যোগাযোগ করেন, সব পেয়ে যাবেন। ’ বিষয়টি সম্পর্কে জানার জন্য ভিসি এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তারা কেউই ফোন ধরেননি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।