আমাদের কথা খুঁজে নিন

   

পাগলি পারু

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... কি করিসরে বগির ছা তাকাস না কেন ভুতুম-প্যাঁচা, দেখছি তোমার স্ক্রু ঢিলা খাবি এবার মিস্টি ছ্যাচা। রাগ করলি কি ভুতুনি রাগ করিস না রাগুনি, আগুন মুখে তুললি ফণা খামচি দিবি আয়না সোনা। ভয় পাইনা আমি তোরে প্যাঁক প্যাঁক ডাকিস কেনে, ঘরের কোনার কুনো ব্যাঙ মেরে দিবো তোকে ঠ্যাং। একি একি ডান্ডা নিয়ে সত্যি দেখি ঝড়ের বেগে, আসছে তেড়ে পাগলি পারু পালাই পালাই মাগো বাবাগো। পালিয়ে আর যাবো কোথা হজম করলাম দু'চার ঘা, খামচি সাথে উপরি পাওনা করে দিল আমায় ঠান্ডা। চুল টেনে ধরে জোরে রাগাস কেনো এমন করে? হাসিয়া হঠাৎ পারু কয় বান্দরী পাশে বান্দরের কি ভয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।