আমাদের কথা খুঁজে নিন

   

'কনকো-ফিলিপস সরকারকে গ্যাস বিক্রিতে বাধ্য থাকবে'

একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা কনকো-ফিলিপস যে পরিমাণ গ্যাস উত্তোলন করবে উৎপাদন-বণ্টন চুক্তি অনুযায়ী তার পুরোটাই বাংলাদেশের কাছে বিক্রি করতে বাধ্য থাকবে বলে সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে জ্বালানি বিভাগ। এই পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্তকে 'দূরদর্শী' উল্লেখ করে কনকো ফিলিপসের সঙ্গে চুক্তির বিষয়ে বিভিন্ন মহলে সৃষ্ট 'ভুল ধারণা' দূর করার আহ্বান জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী কনকো-ফিলিপসের উত্তোলিত 'সমস্ত গ্যাস' বাংলাদেশের কাছে বিক্রি করতে বাধ্য থাকবে। বৈঠকে জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিদেশি কোম্পানির সঙ্গে এ চুক্তি করা হয়েছে।

বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার কনকো-ফিলিপসের সঙ্গে 'উৎপাদন-বণ্টন' চুক্তি করে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে। চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালও ডেকেছে তারা। কমিটির বক্তব্য, কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে।

বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিতে কোম্পানির খরচে অনশোর ডেলিভারি, বাংলাদেশি জনবল নিয়োগ ও যুক্তিযুক্ত মূল্য নির্ধারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং জনকল্যাণে গৃহীত এ সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন মহলে ভুল ধারণা দূর করার আহ্বান জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপে¬ারেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন এবং আমিনা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।