আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন Mig33 Messenger আর মোবাইল চ্যাট এর মজা নিন পিসিতে

পথ চলতে পথ চলতে মোবাইল চ্যাটিং জগত এ যে সকল চ্যাটিং সফটওয়্যার আছে তাদের মধ্যে অন্যতম হলো মিগ৩৩...এটি সকল জাভা/সিম্বিয়ান/এন্ড্রয়েড মোবাইল এ ব্যবহার করা যায়। এই মিগ৩৩ দিয়ে আপনি বন্ধুদের সাথে চ্যাট,চ্যাট রুম এ চ্যাট,ভার্চুয়াল গিফট, এস এম এস, কল,এভাতার তৈরি করতে পারবেন। মোবাইল এ চ্যাট করতে করতে যাদের হাত ব্যথা হয়ে গেসে তাদের জন্য আজ নিয়ে এলাম "মিগ৩৩ মেসেঞ্জার" এইটা দিয়ে আপনি মোবাইল চ্যাট এর মজা নিতে পারবেন পিসিতে। সাথে ফেসবুক,ইয়াহু,এম এস এন,এ আই এম এর চ্যাট ও করতে পারবেন। সাথে কম্পিউটার এর কি বোর্ড দিয়ে দ্রুত চ্যাট ও করতে পারবেন।

প্রথমে এই লিঙ্ক থেকে মিগ৩৩ মেসেঞ্জার ডাউনলোড করুন। তারপর Mig33Messengerv4.3.0.1crackedxxx সফটওয়্যার এ ক্লিক করে যেকোনো জায়গায় ফোল্ডার তৈরি সফটওয়্যারটি সেটাপ দিন। তারপর দেখুন যেই ফোল্ডার এ সেটাপ দিয়েছেন ঐ টাতে দুইটা ফাইল তৈরি হইছে । প্রথম ফোল্ডারটায় ঢুকুন । তারপর Installer mig33 messenger v4.3 এ ক্লিক করে সফটওয়্যার এ সেটাপ করুন।

সেটাপ কম্পিলিট হলে উপরে ছবিতে প্রদর্শিত mig33messenger ফাইলটি কপি করে আপনার c ড্রাইভ এর program files->mig33messenger4.3 ফোল্ডার এ পেস্ট করুন। তারপর mig33 messenger টি চালু করুন। তারপর নিচের মত একটা উইন্ডো আসবে activate বাটন এ ক্লিক করুন। তারপর নিচের ইনফর্মেশন গুলা ঐ খানে কপি কইরা বসান Activation Code: rlF59lZWDQsB3yInGhob4TU68Fw= License Code: 33-43-D5-04-D3-B7-77 তারপর সাবমিট বাটনে ক্লিক করুন User Name এ লিখুন : wacup Password এ লিখুন : AREMA JANCOK তারপর লগিন বাটনে ক্লিক করেন.................. সবকিছু ঠিকঠাক থাকলে নিচের উইন্ডো টি আসবে তারপর আপনার user name password দিয়ে লগিন করুন... *উইন্ডোজ ৭ এ চালাতে হলে উপরে যা ইন্সট্রাকশন দিসি ঐ টা ফলো করেন...সবার শেষে mig33 messenger প্রোগ্রাম এ যান । তারপর ঐ টার properties এ যান।

compatibility তে যাইয়া run this program for এর উপর টিক দিয়া windows xp service pack 3 দিয়া অ্যাপ্লাই কইরা বাইরায়া যান। জাগো মিগ এ অ্যাকাউন্ট নাই তারা এইখানে click কইরা অ্যাকাউন্ট খুইলা নেন। কারো কোন প্রব্লেম হইলে আমারে ফেসবুক আর ইয়াহু তে add দিয়েন facebook: yahoo: আমার Mig33 ID: tabij._.baba  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।