আমাদের কথা খুঁজে নিন

   

আজও ডানা ভাংগা একটি শালিক হৃদয়ের দাবি রাখো-প্রিয় গায়ক- দ্যা আলটিমেট সন্জীব চৌধুরী সমগ্র

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! এই ঠাঠা- মরার দেশে সঞ্জীব চৌধুরী বড় বেশি অপরাধী, কারন তার ভালোবাসার ক্ষমতা ছিল । কারন, সে ভালোবাসত । কারন এই পোশাকি সিস্টেমের দেশে সঞ্জীব চৌধুরী আপন অস্তিত্বের স্বাধীনতা ঘোষনা করেছে । এই ফাঁকা-ফাঁকা মন্দির-মসজিদ-গির্জার দেশে , সঞ্জীব চৌধুরী ছিন্নমুল মানুষের বাসস্থানের ভাবনা মাথায় রেখেছে । নিরন্নের, অন্ন ও পানীয়ের অধিকারের কথা বলার জন্য, সাহসে, বুক টানটান করে রাজপথে দাঁড়িয়ে থেকেছে---টোকন ঠাকুর.. সঞ্জীব চৌধুরী (ডিসেম্বর ২৫, ১৯৬২ - নভেম্বর ১৯, ২০০৭ ) একাধারে গায়ক, লিরিক লেখক এবং সাংবাদিক ছিল। তিনি এর সঙ্গে বিখ্যাত বাংলা ব্যান্ড দলছুট এর সদস্য ছিলেন.. সন্জীবদার একমাত্র একক এলবাম স্বপ্নবাজী.. তিনি বিখ্যাত সাংবাদিক ছিলেন এবং আজকের কাগজ, ভোরের কাগজ এবং যায়যায়দিনে কাজ করতেন....৯০ দশকের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেন.. সন্জীব চৌধুরী ১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগন্জ উপজেলাতে জন্মগ্রহণ করেছিলেন.তিনি প্রথমদিকে শংখচীল নামক একটি ব্যান্ডে যোগ দেন এবং ৯০ এর মাঝামাঝি সময়ে বাপ্পামজুমদারের সাথে দলছুট ব্যান্ড গঠন করেন এবং খুব অল্পসময়েই পরিচিতি লাভ করেন । ১৯৯৬তে, দলছুটের প্র‌থম এলবাম 'আহ' মুক্তি পায় এবং 'সাদা ময়লা রঙ্গিলা পালে' গানটি জনপ্রিয়তা পায় দিয়েছিল। দলছুটের দ্বিতীয় এলবাম 'হ্নদয়পুর' তাদের সর্বাপেক্ষা হিট এলবাম এবং এ এলবামের গান গাড়ি চলে না (আবদুল করিমের গান ) সন্জীবদার সবচেয়ে বেশি জনপ্রিয় গান ।সন্জীব দার একক এলবাম Swapnobaji ২০০৫তে মুক্তি দেওয়া হয়েছিলো.. সন্জীবদার জনপ্রিয় গান সমুহ হ্নদয়ের দাবি :কথা বলব না আমি তোমাকে বলে দেব সমুদ্র সন্তান হাওয়া সাদা ময়লা রঙ্গিলা পালে বাড়ি ফেরা হলো না একটি চোখে কাজল হাতের পরশ নেশা নিষিদ্ধ রিকশা সানগ্লাস চোখ বায়োস্কোপ খোলা আকাশ একটি গাছ গিটার তখন ভোর বেলা কাগা কিংবদন্তী কোথাও বাশী মনে পড়ে নগরের গল্প নৌকা ভ্রমণ স্বপ্নবাজী সবুজ যখন বয়স হলো সাতাশ চল বুবিজান চলতে চলতে ছুরি চিকিৎসা আন্তর্জাতিক ভিক্ষা সংগীত ভাল লাগে না চাদের জন্য গান এই নষ্ট শহরে কার ছবি নেই সবুজ খুজি গাড়ি চলে না কথা বলব না আমি ফিরে পেতে চাই ধরি মাছ না ছুই পানি আরেকটা গানের পোস্ট: ফসিলস - A PiOnEeR RoCk BaNd..... মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্না প্রান্তরে.....প্রিয় মহীনের ঘোড়াগুলি এবং প্রিয় গান সমুহ অটঃ আইজকা আমার জন্মদিন। ঊইস করতে চাইলে করতে পারেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।