আমাদের কথা খুঁজে নিন

   

একে ধরিয়ে দিন \ শ্রীমঙ্গলে স্কুল শিকিার অর্ধল আত্মসাৎ করে পিয়ন লাফাত্তা

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক স্কুল শিকিার প্রায় অর্ধল টাকা আত্মসাৎ করে পিয়ন লাফাত্তা হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিওয় শিকিা শান্তা কানু গত ৬ জুন সোমবার সকাল ১১ টায় তার প্রভিডেন্ট ফান্ড থেকে ৫৯ হাজার টাকা উত্তোলনের জন্য স্কুল পিয়ন মো. সুয়েব আলীর কাছে স্থানীয় পুবালী ব্যাকের (চেক নং-৫৯৩৫৫৮৬) একটি চেক দেন। ওইদিন সুয়েব আলী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর আর বিদ্যালয়ে ফিরে যায়নি। সুয়েব আলীর ফিরতে বিলম্ব দেখে দুপুর দেড়টায় স্কুলের শিকরা ব্যাংকে যোগাযোগ করলে ওই চেকের টাকা উত্তোলন হয়ে গেছে বলে জানান ব্যাংক ম্যানেজার।

সুয়েব আলীর বাসায় খোজ নিয়ে দেখা যায় সে তার পরিবার পরিজন নিয়ে অন্যত্র চলে গেছে। অনেকভাবে চেষ্টা করেও তাকে খোজে পাওয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় শিকিা শান্তা কানু শ্রীমঙ্গল থানা পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন মহলে বিষয়টি অবগত করেন। যদি কেউ তার সন্ধান পান তাহলে বিদ্যালয়ের প্রধান শিকের সাথে অথবা ০১৭১২-৪২৫২১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, সুয়েব আলীর মূলবাড়ি কমলগঞ্জ উপজেলার কেরামতনগর ইউনিয়নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।