আমাদের কথা খুঁজে নিন

   

কপি কইরা ডাইরেক্ট পেস্ট

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আজকে বাবা দিবস। আমাদের অনেকেরই বাবা বেঁচে আছেন, অনেকের নেই। তাই বাবা দিবসে এই লোকটিকে নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন -- বাবা দিবসের কথা। আমরা আমাদের বয়সের হিসাবে কি ভাবি তারই একটা নমুনা। যদি ভালো লাগে, তা হলে আমার এই কপি-পেস্ট করাটা সার্থক হয়েছে। When I am 5: My daddy knows everything. যখন আমি ৫: বাবা সোব জানেন When I am 10: Daddy does not know everything. যখন আমি ১০: বাবা সব জানেন না When I am 21: Daddy knows nothing. যখন আমি ২১: বাবা কিছুই জানেন না When I am 30: Daddy Knew plenty. যখন আমি ৩০: বাবা অনেক জানেন When I am 35: Daddy was wise. যখন আমি ৩৫: বাবা বড় জ্ঞানী ছিলেন When I am 40: Ah if Daddy would be there, he knew everything. যখন আমি ৪০: আহা, বাবা বেঁচে থাকলে উনি বলতে পারতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।