আমাদের কথা খুঁজে নিন

   

কেন আউটসোর্সিং করতে সহযোগীতা করবেন না?

ইন্টারনেটের সাথে পরিচয় প্রায় ২০০৭ সালের মাঝামাঝি থেকে। একেবারে গাঁয়ের লোক, তাও যতটুকুই শেখার চেষ্টা তাও আবার নিজে নিজে। কম্পিউটার বা ইন্টারনেট সসম্পর্কে কোন একাডেমিক শিক্ষা কখনো কোথাও থেকে পাই নি। নিজের অঘোম ইচ্ছা, দুর্বোদ্ধ সাহস আর ব্লগার বন্ধুদের শরণাপন্নতাই একমাত্র পুঁজি। এই অঙ্গতা ও অপারগতার মাঝেও অন লাইনে অর্থ উপার্জনের মতো হাস্যকর ইচ্ছা মনের কোনায় মাঝে মাঝে উকি দেয় যা সত্তিই হাস্যকর।

যেখানে দিনের পর দিন PTC - র রেজাল্ট শুণ্ , ঘামঝরা চেষ্টায় ADSENSE ACCOUNT, Address Verification -নের চিঠি আমেরিকা থেকে অতপরঃ BLOGSPOT -টের ব্লগের মাধ্যমে ডলার তাও আবার ২০ সংখ্যার নিচে। ADSENSE ও এর টাকা ইনকাম যে কত দক্ষ লোকের প্রয়োজন তা হারে হারে বেশ বুঝে গেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর ইন্টানেটের ট্রাফিক বাড়িয়ে নিজের ADD - এ ক্লিক নেয়া চারটিখানি কথা নয়। সুতরাং ঐ ধান্ধা বাদ সিদ্ধান্ত নেই তার আগে Html বা Php শিখতে হবে। কিন্তু কোথায় শিখব গ্রামে থেকে বাপের জন্মেও সম্ভব নয়।

তবুও ভরসা করছি Html এর জন্য W3Schools থেকে। দেখা যাক কতদুর কি হয়! অবশ্য এরই ফাকে চেষ্টা করছি Graphicriver, Freelancer ও Odesk - এ। কেননা Adobe Photoshop CS ও Adobe Illustrator 10 বেশ ভালই জানা আছে। দেখি এখান থেকে কিছু করা যায় কিনা। কিন্তু সে আশায়ও গুড়েবালি।

Graphicriver -এর জন্যে ইমেজ আপলোড করার ২ দিন পর ম্যসেজ আসে আপনি যা করেছেন সে রকম স্যম্পল অনেক আগেই Graphicriver আপলোড হয়েছে। ফ্রিল্যন্সার থেকে মাঝে মাঝে রেসপন্স পাই কিন্তু কোন কাজ পাচ্ছি না । ওডেক্স-এ ও একই অবস্স্থা। মনে হয় কোথাও কোন ভুল হচ্ছে। সহৃদয় টেকি ভাই যদি এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো বেশ উপকৃত হতাম।

আসলে আমার মতো এরকম অনেকেরই সমস্য আছে। আপনারা যারা দক্ষতার সাথে এ বিষয়ে পারদর্শীতা প্রয়োগ করেন তারা আমাদেরকে সহযোগীতা করতে পারেন, পরামর্শ প্রদান করতে পারেন। আপনি কী জানেন, আপনার ৫ মিনিটের একেকটি টিপস আমাদেরকে ৫ মাস এগিযে নিয়ে যাবে। এতে আপনার পূর্ণতা কমবে না বরং অনেক বাড়বে। ব্যক্তি উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়ন বাড়বে।

আমার মনে হয় আউটসোর্সিং আমাদের দেশের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। তারা অন্য কেউ এখানে আসুক তা চায় না। কিন্তু কেন? তারা ভাবে যে এতে তাদের কাজ কমে যাবে দেশে ওয়ারকার বাড়লে আমার কাজ কমে যাবে। সেখানে আমাদের মতো অনারীরা কীইবা করতে পারে। সুতরাং আমাদের আউটসোর্সিং এর বাজার সীমাবদ্ধ।

আউটসোর্সিং সাইটগুলোতে দেখলেই আপনারা বুঝতে পারবেন ভারতে এর বাজার কত ব্যপক, কন্ট্রাকটরগন ভারতেই কাজ দিতে বেশি আগ্রহী। আমরা কেন নয়? আমাদের দক্ষতার অভাব, কমিউনিটির অভাব, সহযোগীতার অভাব। লক্ষ লক্ষ বেকার ভাই-বোনরা এ কাজ করে স্বাবলম্বী হতে পারে, নিজের সচ্ছলতা ফিরেয়ে আনতে পারে। আমার মনে হয় রগরগে পোষ্টগুলোর পরেই অনলাইনে ইনকাম বা উপার্জন সংক্রান্ত পোষ্টগুলোতেই সবচেয়ে বেশ ক্লিক পড়ে। সবারই এক অহর্নীশ আগ্রহ্য এই পোষ্টগুলোতে।

যদি আমরাও কিছু করতে পারি এই আশায়। তাহলে সবার সহযোগীতা (বিশেষ করে যারা অভিজ্ঞ) কি কাম্য নয়?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।