আমাদের কথা খুঁজে নিন

   

১১০ বছর ধরে জ্বলছে ৬০ ওয়াটের বাল্ব

Shams অল্পদিনেই ফিউজ হয়ে যাওয়া আর বিদ্যুৎ বিলে সাশ্রয়ের জন্য আমরা যখন ভুলতে বসেছি ৬০ ওয়াটের বাল্বকে তখন যুক্তরাষ্ট্রে খোঁজ মিললো এমন একটা বাল্বের যা কিনা ১১০ বছর থেকে জ্বলছে। ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বাল্বটি। ১৯০১ সালের লিভারমোরের এক স্থানীয় ব্যবসায়ী সেখানকার ফায়ার স্টেশনকে বাল্বটি উপহার দেন। হয়তো তিনি জানতেনও না কি অসাধারণ একটা সম্পদ তিনি দান করে বসলেন! মাঝে কিছুটা সময় বাদ দিলে গত এক শতাব্দীরও বেশী সময় ধরে সে অন্ধকারকে আলো দিয়ে এসেছে। বর্তমানে বাল্বটির দায়িত্বে থাকা লিন আওয়েন জানিয়েছেন, কেউ জানে না এর পিছনে কি রহস্য কাজ করছে।

দেশে-বিদেশের বিজ্ঞানীরা কারণ অনুসন্ধানে এখানে বাল্বটিকে দেখতে ছুটে আসেন। বাল্বটির জন্মদাতা অ্যাডলফ শ্যালেট (১৮৬৭-১৯১৪)। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা টমাস এডিসনের সঙ্গে এক সময় প্রতিযোগিতায় নেমেছিলেন অ্যাডলফ। আর তার পরণিতিতেই শতাব্দী প্রাচীন এই বাল্বের জন্ম। ভাগ্যিস এডিসনকে হার মানানোর বাসনা মাথায় চেপেছি অ্যাডলফের মাথায়! ১১০ বছর ধরে জ্বললেও বেশ সাশ্রয়ী এই বাল্ব।

জ্বালালে খরচ হবে মাত্র চার ওয়াট বিদ্যুৎ। - ইন্টারনেট  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।