আমাদের কথা খুঁজে নিন

   

গান খুজছি

কারো কাছে কি এই গানগুলি আছে? অথবা লিঙ্ক দিতে পারবেন। বেশীরভাগ গানই স্বাধীনতারও আগের। ১। তুমি আকাশ হলে আমি সাগর হতাম, আর গান শুনাতাম শুধু গান শুনাতাম – নিঘাত সীমা ২। তুমি সন্ধ্যাকাশের তারার মত আমার মনে জ্বলবে – সম্ভবতঃ শওকত হায়াত খান অথবা সাইফুল ইসলাম ৩।

পুরাতন মনটাতে আর সয়না কোন নতুন জ্বালাতন, আমায় হারিয়ে যেতে দে – সম্ভবতঃ আনোয়ার উদ্দীন খান ৪। তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুর – বশির আহমেদ ৫। ভ্রমর কাজল নয় কুন্তল দাম, অতি সাধারণ মেয়ে কি যেন কি নাম ৬। লাজুক লাজুক ওই অধরে মিষ্টি হাসির মৌ যে ঝরে – আঃ জব্বার ৭। আহা একটি মেয়ে আমি দেখেছি সেদিন, এলো চুলে জানালায় দাঁড়িয়ে ছিল – এম,এ,হামিদ ৮।

সেদিন তুমি কি যেন কি ভাবছিলে ১০। কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন – আজাদ রহমান ১১। ঢেউ দিও না ঢেউ দিও না ঢেউ দিও না জলে – আরতি ধর, ছায়াছবিঃ মলুয়া ১৩। দুটি পাখী একটি নীড়, একটি নদী দুটি তীর ১৪। ও রে সাম্পানওয়ালা – শেফালী ঘোষ ১৫।

ছোট্ট বেলায় মা আমাকে হারিয়ে যাওয়ার ভয়ে পায়ে নূপুর পরাতো – মিতালী মূখার্জী ১৬। আকাশটাতো নীল চিঠি নয় – মিতালী মূখার্জী ১৭। আমি শৈশবে মায়ের, কৈশোরে বাপের, আবার যৌবনে কেন যে হলাম বন্ধুবান্ধবের – মিতালী মূখার্জী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।