আমাদের কথা খুঁজে নিন

   

না, এভাবে আন্দোলন হয় না, এভাবে রাজনীতিও হয় না

আমি একজন ই-পীর না, এভাবে আন্দোলন হয় না, এভাবে রাজনীতিও হয় না আন্দোলন মানে সরকারের ১৪৪ ধারা মেনে নিয়ে লক্ষী হয়ে ঘরে বসে থাকে? তবে আর জাহানারা ইমামকে "মা" ডাকা কেনো? ঘরে বসে মুভি দেখে আন্দোলন করলেই হয়। রাজনীতির মানে জনগনের দাবী আর দেশ জুড়ে জামায়াত-শিবিরের নাশকতার অকালে ঝরে যাওয়া কতগুলো প্রানের বিনিময়ে বিএনপিকে সাফ করে দেওয়া? তবে আর সংসদে বসে থাকা কেনো? আপনারা ব্যার্থ এই মর্মে পদত্যাগ করলেই পারেন। জনতার কোনো ভাবেই মাঠ ছাড়া ঠিক হবে না। আজ জামায়াত-শিবির ফসকে গেলে লাশ পড়তে থাকবে একের পর এক, গুপ্ত হত্যা। আগামীতে আর কোনো বাঙালী জাগরন হতে দেবে না। মরবোতো একবারই, তাই না? হোক না সামনের প্রজন্মের চলার পথটা একটু মসৃন আমাদের ত্যাগে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।