আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ৫

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. আজ একটা মজার কান্ড হলো.. আমি যখন অনেক ছোটো ..ক্লাস ২ বা ৩ তে পড়ি তখন আম্মুর সাথে কাজ করত এমন এক খালামনির হ্যাজবেন্ড আমকে বউ মা বউ মা বলে ডাকত ওনার এক ছেলে ছিল.. এখানকার চে্য়্যারম্যান ছিল বলে তার খুব নাম ডাক ছিল আমাদের এলাকায়..তো রা্স্তায় কখোনো আমাকে দেখলেই বলে উঠতো এই দেখো আমার বউ মা আসছে ..ঐ বয়সে কেয়ার করতাম না..যখন আরেকটু বড় হলাম তখন বিরক্ত লাগতো খুব উনি যখন আমাদের বাসায় আসতেন আমি খাটের নিয়ে পালাতাম যথা সম্ভব এড়িয়ে চলতে লাগলাম..আম্মু কলিগরা আম্মুকে বলতো ..তো সত্যি সত্যি কি তোমার মেয়ে কে চেয়্যারম্যানের ছেলের সঙ্গে বিয়ে দেবে? আম্মু শুধু হাসতো আর বলতো মেয়ে আমার এখনো অনেক ছোটো..আগে বড় হোক তার পর দেখা যাবে.. এর পর তো আমরা দেশ ছারলাম...এইসব কথা কে আর মনে রেখেছে..আমারো মনে পরতো না যদি না আমার মুখবলা শ্বশুর মশাই আজ বাসায় আসতেন আমাকে দেখতে আজ প্রায় ৭ বছর পর তাকে দেখলুম.. আব্বু আম্মুর সাথে কথা বলার পর আমকে ডেকে তার সামনে বসানো হলো.. কিন্তু মজার ব্যাপারটা হলো..আজ আর তিনি আমাকে বউ মা বলে ডাকছেন না তার কারন টা হলো..উনার ছেলে আরেকটা মেয়ে নিয়ে পালিয়েছেন বেশ ক বছর আগেই আজ তিনি আমার নাম ধরেই ডাকলেন আজ আর আমার বিরক্ত ও লাগলো না..অনেক ভালো লাগলো এত দিন পর আমার শ্বশুর জ্বী কে দেখে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।