আমাদের কথা খুঁজে নিন

   

শান - হ্যাটস অফ ...... বায়োগ্রাফি সাথে গানের লিস্ট

Ho love of mine.. with a song and a wine.. You’re harsh and divine.. like truths and a lie.. শান ( বাংলায় শান্তনু মুখার্জী ) এর জন্ম কলকাতার এক সঙ্গীত পরিবারে । শানের বাবা মানাস মুখার্জি । ১৩ বছর বয়সে পিতৃহারা হয়ে ছোট বেলায়ই অনেক কষ্টের সম্মুখীন হতে হয় শানকে । শানের দাদা প্রখ্যাত গীতিকার জাহার মুখার্জি । ভারতের শিল্পীদের মধ্যে অন্যতম প্রতিভাবান কণ্ঠের অধিকারী এই লোকটা কোন একটা কারণে সব সময় প্রচারের আলো থেকে দূরে থাকেন ।

অথচ অনেক হিট , মন মাতানো গানের কণ্ঠ শিল্পী কিন্তু শান । চলেন প্রথমেই দেখা যাক গানের লিস্ট । ১ ) চান্দ সিফারিশ ২ ) ইউ আর মাই লাভ ( পার্টনার ) ৩ ) ডু ইউ ওয়ানা পার্টনার ৪ ) আল ইজ ওয়েল ৫ ) শোনো না ৬ ) চুরা লিয়া হ্যাঁয় তুম্নে ( রিমিক্স ) ৭) ও পেহলি বার ( এই গানটার জন্য কোন কথা নাই , শুধু অসাধারণ। শানের প্রথম প্লেব্যাক ) ৮) মুসু মুসু হাসি ( শানের অন্যতম হিট গান , কে বলবে প্রথম ছবিতেই কারো গান এত হিট হতে পারে ? অসাধারণ কথা আর বাজনা দিয়ে ৫ টা মিনিট মন মাতিয়ে রাখবে ) ৯) কয়ি কাহে কেহতা রাহে ( দিল চাহতা হ্যাঁয় ) ১০) ও লারকি হ্যাঁয় কাহা ( ঘটকদের জন্য পারফেক্ট গানের মর্যাদা পেতে পারে ) ১১) সুবাহ হো গেয়ি মামু ( এই গান কে শুনেন নাই ? ) ১২) ইটস দা টাইম টু ডিস্কো ( কাল হো না হো ) ১৩) কুছ তো হুয়া হ্যাঁয় ( কাল হো না হো ) ১৪) ম্যায় ইয়াসা কিউ হো ১৫) মাই দিল গোস হুমমমমম( সালাম নামাস্তে ) ১৬) দাস বাহানে ১৭) হয়ার্স দা পার্টি টু-নাইট ( কাভি আলবিদা না কেহনা ) ১৮) রক এন রোল সনিয়ে ( কাভি আলবিদা না কেহনা ) ১৯) ম্যায় হো ডন ( টাইটেল সং ) ২০)বেহতি হাওয়াসা থা( ৩ ইডিওটস ) ২১) যাবসে তেরে নেয়না ( সাওারিয়া ) ২২) বাম বাম বলে ২৩)দিল লেকে দার্দে দিল ২৪)কুছ কাম ২৫)নিকাম্মা ২৬)তানহা দিল ২৭)দিওাঙ্গি ( ওম শান্তি ওম ) বিভিন্ন ধরণের গানের জন্য শানের জুড়ি নেই । একদিকে শান যেমন নিকাম্মার মত ব্লকবাস্টার দিতে পারেন তেমনিভাবে ভাবমূলক রাগ দরবারি " পায়গাম লাওা সায়া " ও গাইতে পারেন ।

"তানহা দিল" পপ জেনরের গান যখন "ওয়ান লাভ" হিপ হপে যায় আবার "ভুল যা" একটি রক বালাদের মধ্যে পড়ে । আলোতে আসাঃ শানের ক্যারিয়ার শুরু হয় এড এর জিংগল গেয়ে । ১৭ বছর বয়সে শান পারিন্দা ছবিতে "কিতনি হ্যাঁয় প্যায়ারি প্যায়ারি দোস্তি হামারি" গানের এক লাইন গান । শান এবং শানের বোন সাগরিকা নওজোয়ান নামের এ্যালবাম দিয়ে যাত্রা শুরু করেন , যা একটি হিট ছিল । তারপর "Q-funk" নামের এ্যালবাম দিয়ে আলোড়ন তুলেন যা মিলিয়ন কপির থেকেও বেশি বিক্রি হয় ।

আর ডি বার্মানের রিমিক্স এ্যালবাম "রূপ তেরা মাস্তানা" দিয়ে আলোয় আসেন ভাই শান এবং বোন সাগরিকা । "দিল ক্যায়া কারে" রিমিক্স দিয়ে সবার আকর্ষন কেড়ে নেন শান । ২০০০ সালে এশিয়া মিউজিক এওয়ার্ড জিতেন তানহা দিল এ্যালবামের জন্য । মিউজিক শো হোস্টিং : সারগামাপার জনপ্রিয় হোস্ট এবং স্টার ভয়েস অফ ইন্ডিয়ার পারটিসিপান্ট , বিচারক , মেন্টর এবং অনুষ্ঠানের ২য় রানার আপ । আন্তর্জাতিক খ্যাতি: শানের করা "take me to your heart" এর হিন্দি ভার্সন ( সাথে মাইকেল লার্ন ও আছে ) অস্মভব জনপ্রিয়তা পায় ।

শানের আরেকটা গান শুরুয়াত একটি ইংলিশ ছবির হিন্দি ভার্সনের জন্য " the cronichles of narnia" ব্যবহার করা হয় । সবকিছু ছাড়িয়ে ভাল লাগে যখন শান নিজের পরিচয় একজন বাঙালি হিসেবে দেয় । হোক না সে "ওপারের" বাঙালি । বাঙালি তো সবাই একই । নিজেকে অনেক গর্বিত লাগে যখন এই পরদেশে কেও বলে উঠে " ও শান ? ও বাঙালি না ? " ।

আনন্দে বুকটা ভরে যায় । শান আমার তরফ থেকে তোমায় হ্যাটস অফ এই আনন্দ দেয়ার জন্য । আর এই সুন্দর সুন্দর গানের জন্য সবার তরফ থেকে সালাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।