আমাদের কথা খুঁজে নিন

   

UK, Great Britain , England এর পার্থক্য কোথায়?

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম , এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। অনেকেই হয়ত জানেন না যে .UK, Great Britain , England এর পার্থক্য কোথায়। অনেকে এগুলুকে একি দেশের বিভিন্ন নামও মনে করেন। কিন্ত আসলে তা নয়। চলুন জেনে নেই এদের পার্থক্য।

England একটা সার্বভৌম দেশ । এটি গ্রেট ব্রিটেনের দুই তৃতীয়াংশ জুড়ে অবস্থিত। এই দেশের পতাকা সাদা জমিনে লাল ক্রস সাইন। Great Britain তিন দেশ নিয়ে গঠিত। এই দেশ গুল হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস।

United Kingdom উপরের তিন দেশ এবং আয়ারল্যান্ড এর কিছু অংশ নিয়ে গঠিত। তার মানে UK হল ইংল্যান্ড, স্কটল্যান্ড , ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ড। সমনে রাখতে হবে আয়ারল্যান্ড এর সাউদার্ন অংশ একটি স্বাধীন দেশ (যার সাথে বাংলাদেশ ক্রিকেটে হাড্ডাহাড্ডী লড়াই করে)। এর পতাকা হল বিখ্যাত ইউনিয়ন জ্যাক। আর ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস , আয়ারল্যান্ড এবং আশে পাশের কিছু ছোট দ্বীপ কে একত্রে বলে British Isles. দেখুন ওদের পতাকা বিভিন্ন হওয়ার কারনঃ ধন্যবাদ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।