আমাদের কথা খুঁজে নিন

   

১০ কিমি সাঁতারে নতুন রানি পোলিয়ানা

ব্রাজিলের এই দুই সাঁতারুর পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন জার্মানির অ্যাঙ্গেলা মৌরার।
শেষ ল্যাপে প্রায় একই সঙ্গে সাঁতরাচ্ছিলেন ছয় জন। বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষে পোডিয়ামে উঠতে ব্যর্থ হন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন হাঙ্গেরির ইভা রিসতভ।
৫ কিলোমিটার সাঁতারে ব্রোঞ্জ জিতেছিলেন জাপানি বংশোদ্ভূত পোলিয়ানা ওকিমোতা। ২ বছর বয়স থেকেই সাঁতার কাটা শুরু করেন তিনি।

প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নেন ৭ বছর বয়েসে।
ডাইভিংয়ে চীনের আরো ২ সোনা
ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরো দুটি সোনা জিতেছে চীন। এ নিয়ে ডাইভিংয়ে মোট ৫টি সোনা পেল তারা।
মেয়েদের ১ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে সোরা জিতেছেন হি জি। আর ছেলেদের ৩ মিটার স্প্রিংবোর্ড সিনক্রোনাইজড ডাইভিংয়ে চীনকে সোনা এনে দিয়েছে কাই কুইন ও হি চং জুটি।


এ ইভেন্টে টানা চার আসরে সোনা জিতলেন কাই কুইন।
শনিবার শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এটি চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর।
১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।