আমাদের কথা খুঁজে নিন

   

কি দেব তোমায় ?

কি দেব ভেবে ভেবে করেছি কতক রাত পার, আর-ডি ,নিউমার্কেট ঘুরেছি বহুবার, কি দেব আজ তোমার শুভক্ষণে ? ভেবেছি গতকাল,আজ ভোর,সন্ধ্যে । কতকিছু খুঁজেছি আপন মনে, দেবার কিছু পাইনি খুঁজে উপহারের বনে। গোল-চত্বরের শিওলি ফুলের সুবাস, জিরো-পয়েন্টের সব রজনীগন্ধা, কাঠগোলাপের প্রতিটি পাপড়ি আর গন্ধরাজের একটি স্তবক, তোমাকে দিলাম। গভীর রাতের গূঞ্জন তোমাকে শুনালাম, কুয়াশা ভেজা ভোরে তোমাকে হাঁটালাম, কনকনে শীতের সকালে তোমাকে জাগালাম, সূর্যাস্ত দেখাতে পদ্মার পাড়ে নিয়ে চললাম। বেলদারপারের ডাবল শিকের বার্গার খাওয়ালাম, জিরো-পয়েন্টের লেবু চা খাওয়ালাম, জীবনানন্দের একগুচ্ছ কবিতা পড়ার অনুরোধ করলাম, তোমার প্রিয় হিন্দি মুভি ডিভিডি করে রাখলাম। আমার সাধ আর সাধ্যে শুধুই অনুভুতি, যার সবই আমার পঙক্তি। সবই হয়ত কাল্পনিক অথবা কাব্য- তবে এই ছিল তোমার প্রাপ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।