আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১৬ ই জুন সংবাদ পত্রের কাল দিবস ,পেছনের নাটের গুরুরা।

১৩ ই অক্টোবর ২০০৫ সালে আমাদের সময় পত্রিকায় ১৯৭৫ সালে বাকশালে যোগ দেয়া কিছু সম্পাদক ও কিছু সংবাদ কর্মীর তালিকা প্রকাশ করেছিল । এই রিপোর্টে লিখা হয় ১৯৭৫ এ বাকশাল গঠনের পর বাংলাদেশের সাংবাদিক রা দলে দলে যোগ দিয়েছিলেন বাকশালে। আজকের অনেক উল্লেখ যোগ্য সম্পাদক রাও ছিলেন ঐ তালিকায় । এদের মধ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহ্মান, অব্জারভারের ইকবাল সোবহান চৌধুরী, খবর পত্রের গিয়াস কামাল চৌধুরী , নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ , নয়া দিগন্তের আলমগির মহিউদ্দিন, সমকাল এর গোলাম ছারওয়ার , ইত্তেফাক এর আনওার হোসেন মঞ্জু, মুক্ত কণ্ঠের সাবেক সম্পাদক কে,জি মুস্তফা, বাসস এর জগ্ লুল আহমেদ চৌধুরী , রশিদ তালুকদার, আজিজ মিসির সহ আরও অনেকেই ছিলেন যোগ দান কারী দের মধ্যে ,। ১৯৭৫ এর ২৩ ই মে যোগ দেন আরও ২২৪ জন সাংবাদিক, এর পর দিন যোগ দেন আরও ১৫০ জন সাংবাদিক, ১১ ই জুন যোগ দেন আরও ৩৫০ জন সাংবাদিক।

একি সঙ্গে যোগ দেন ততঃ কালীন বিভিন্ন দৈনিকের ৯ জন সম্পাদক। এরা হলেন অব্জারভারের অবাইদুল হক, পুরব দেশ এর এহতেশাম হায়দার চৌধুরী। দৈনিক বাংলার নুরুল ইসলাম পাতয়ারি, সংবাদ এর বজলুর রহমান, মর্নিং নিউজ এর শামসুল হুদা, বাসস এর জাওআদুল করিম, বাংলাদেশ টাইম্‌স এর শহিদুল হক, বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল এর মিজানুর রহমান, ইত্তেফাক এর আনওয়ার হোসেন মঞ্জু। ১০ ই জুন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সাধারন সম্পাদক গিয়াস কামাল চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ । এর পর যোগ দেয়া সাংবাদিক দের মধ্যে ছিলেন মর্নিং নিউজ এর ৬৮ জন সাংবাদিক, আজাদ এর ৫২ জন, সংবাদের ৪৩ জন পুরব দেশ এর ২৪ জন, আব্দুল গাফফার চৌধুরীর জনপদের ২০ জন, এবং চিত্রালির ৭ জন।

। এর পর আসে বাংলাদেশ এ সংবাদ পত্রের কাল দিন খ্যাত ১৬ই জুন ১৯৭৫। ওই দিন মাত্র ৪ টি দৈনিক ছাড়া দেশের সমস্ত পত্র পত্রিকার দিক্লারেসন বাতিল করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।