আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই বৈষম্য???

চিত্র পট ১ // পাবনা জেলার ছোট একটি গ্রাম, নাম তার বাবুলচারা..। গ্রামের এক প্রান্তে ছোট একটি দোচালা ঘর এর বাসিন্দা তিন উঠতি বয়সী মেয়ে কে নিয়ে এক স্বামী মারা যাওয়া এক মা। সেই গ্রামের এক গারমেন্টস মালিক ঐ পরিবার এর দু:খ দেখে বড় মেয়েটাকে তার গারমেন্টস এর কর্মী করে ঢাকা নিয়ে যান তার ভাগ্য বদলানোর আশা্য়। সব ভাল চলছিল যতদিন না মেয়েটা বিয়ে করে সেই গারমেন্টস এর ই একজন কে.। ........ তারপর একদিন খবর আসে ঐ মেয়েটার অকাল মৃত্যু হয়েছে.।

লাশ গ্রামে আসে... কবর দেয়ার ব্যবস্থা করা হয়..। লাশ খুলে দেখা যায় অসংখ ক্ষত আর আঘাতের চিন্হ। .....। সবাই বুঝতে পারে তার স্বামীর অত্যাচারেই মৃত্যু হয়েছে তার,,,,,,, অথচ নেই কোন পত্রিকার শিরনাম কিংবা পুলিশি তদন্ত..বা মামলা ......কারন সেই মায়েটার কি যেন একটা নাই......। চিত্র পট ২ // সব টিভি চ্যানেলের একটা সংবাদ সবাই কে প্রচন্ড নাড়া দেই সভ্য সমাজের এক পাষন্ড র কর্মকান্ডে.... ঢাকা বিশ্ববিদ্যলয় এর এক শিক্ষক স্বামীর অত্যাচারে ল্যাব এইড হাসপাতাল এ ভর্তি....।

আজ তার জন্য মানববন্ধন পাষন্ড কে গ্রেপ্তারের জন্য.। .............। অনেকে পাগল ভাববেন আমাকে .. ভাবুন আমি তাই হয়ে যাচ্ছি সমাজের এই অবস্থা দেখে। আমি শুধু রুমন এর জন্য মানববন্ধন করতে চাই না .। বরং সব নারীর জন্য মানববন্ধন এ যেতে চাই।

শুধু শিরনামধারীর জন্য বিচার চাই না । বিচার চাই সব শিরনামহীন নারীর জন্য......বলতে চাইনা আর হায়রে মানুষ..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।