আমাদের কথা খুঁজে নিন

   

খাল কাটলে কুমির আসে না! এইবারে আসবে সামরিক শাসন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। খাল কাটা প্রোগ্রাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার। সে সময়ে মনে পড়ে, উনি যেখানেই যেতেন খাল কাটার জন্য, সেখানেই জনতার ঢল নামতো যেন। মাইলের পর মাইল হেঁটেছেন গ্রাম বাংলার ধুলি ধুসরিত পথে। এতো পথ মনেহয় না আমাদের দেশের আর কোন সরকার বা রাষ্ট্রপ্রধান হেঁটেছেন।

প্রেসিডেন্ট জিয়ার কাটা খালের অনেকগুলোই আজকে আর নেই, বলা চলে সে গুলো মৃত আজকে। এর সাথে ১৯৮০ সালের পর থেকে বিভিন্ন সরকারের নিষ্ক্রিয়তার কারনে আমাদের বেশির ভাগ নদীতে আর পানি প্রবাহ নাই, সেখানে উনার সংস্কারকৃত খালে পানি থাকবে কি করে? প্রেসিডেন্ট জিয়ার জীবদ্দশায় অনেকেই বলেছিলেন উনি খাল কেটে কুমির আনবেন। সেই কথা বলা লোকেদের অনেকেই আজ পর্যন্ত জীবিত আছেন। তাদের কথা মোতাবেক সেই খালে কুমির আসে নাই। আজকে শেখ হাসিনার কথা শুনে অনেক দিন পরে সেই সব পুরাতন কথা মনে পড়ে গেল।

শেখ হাসিনা উনার পরামর্শকদের উপদেশে যে খাল কাটতে যাচ্ছেন, সেই খাল দিয়ে আগামীতে যে খালি সামরিক বাহিনীই আসবে না, উনাকেও খালেদা জিয়ার মতই ধাওয়া করবে। তারা উনাদের [হাসিনা-সাজেদা-সুরঞ্জিত] সংশোধিত সংবিধানের অনেক বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলিই প্রদর্শনই করে ক্ষান্ত হবে না, উনাদের অনেককেই ঝাড়ে-বংশে ধ্বংস করে দিতে পারে। ব্যর্থ সরকারের একটা বড় ভুল চাল হচ্ছে রাজনৈতিক মাইনর সমস্যাগুলোকে হাই-লাইট করে পার পাওয়ার চেষ্টা করা। ২০০১-২০০৬ সালের সরকারও একই ভুল করেছে জঙ্গীবাদ মিডিয়ার সৃষ্টি বলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।