আমাদের কথা খুঁজে নিন

   

.COM, .NET, .CO.UK, .CO.IN এর মতো DNS সার্ভিস যুক্ত ডোমেইন নেম সারা জীবনের জন্য নিন সম্পুন্ন্য ফ্রিতে + টাকা আয়।

www.friendinfotech.com - Fully Friendly IT Solution. হ্যা আপনি কেবল একটি সাইটে রেজিস্টার করে, সেখান থেকে ৫ টি ফ্রি ডোমেইন নিতে পারবেন এবং রেফারেল পোগ্রামের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। তাছারা এই ডোমেইন গুলি দিয়ে নিজের সাইট বানিয়ে বাড়তি আয় তো আছেই। তাহলে দেখুন কিভাবে সাইটি থেকে ফ্রি ডোমেইন নেবেনঃ----------- => প্রথমেই এখানে ক্লিক করুন > একটি ওয়েবসাইট খুলবে। সেখানের সার্চ বক্সে আপনার কাঙ্খিত ডোমেইনটির নাম লিখে Check Availability তে ক্লিক করুন। আপনি যে ডোমাইন-টা নিতে চাইছেন সেটা যদি কেউ নিয়ে না থাকে তাহলে নিচের মতো আসবেঃ-------- এবার Domain Option থেকে দুই বছর সিলেক্ট করে Checkout এ ক্লিক করুন।

একটি রেজিষ্ট্রেশন করার ঘর আসবে। ওখানে প্রয়োজনীয় সব তথ্য ঠিকমতো দিয়ে রেজিষ্ট্রেশন করুন। সবশেষে আপনার ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল যাবে। সেখানে একটি একটিভেশন কী থাকবে সেটি কপি করে নিচের চিত্রানুসারে খালি ঘরটিতে বসিয়ে Verify Activation Key তে ক্লিক করুন। [link|http://earncourse.tk| সবশেষে Finish Free Registration এ ক্লিক করুন।

এবার আপনি My Account এ ক্লিক করে সাইন ইন করুন। এখন My "Account" >এ ক্লিক করুন। এবার Registered Domains এ ক্লিক করুন। ওখানে আপনি আপনার রেজিষ্টিকৃত ডোমেইনটি দেখতে পাবেন। এখন আপনি এই ডোমাইন -টি দিয়ে যে কোনো সাইট বানাতে পারবেন।

কিভাবে বানাবেন ? চিন্তা করবেন না, কিছু দিনের মধ্যেই তা নিয়ে আমার "নেটে আয়ের ক্লাসে" বিস্তারিত লিখবো। শুধু নিয়মিত আসুন আর লেখা গুলো পড়ুন। উপরের কাজগুলো শেষ হলে LOG OUT করুন। এবার আসি এখান থেকে কিভাবে টাকা আয় করবেনঃ------- প্রথমে এখানে ক্লিক করুন সাইট-টি আবার খুলবে এবার  Affiliates এ ক্লিক করুনঃ--- [link|http://earncourse.tk| যেহেতু আপনার কোন এ্যাফিলিয়েট আইডি নেই তাই আপনি SIGN UP এ ক্লিক করুন। আগের মত রেজিষ্ট্রেশন করুন।

এবার সাইন ইন করুন। এবার Banners/Links এ ক্লিক করুন। সেখানে যে ব্যানার কোডগুলো দেখতে পাবেন সেগুলো আপনার ওয়েবসাইটে বসাতে পারেন। আর আপনার এ্যাফিলিয়েট লিংকটি ফেসবুক/টুইটার বা অন্যকোন সাইটের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যতজন আপনার এ্যাফিলিয়েট লিংককে জয়েন করবে প্রতিজনের জন্য আপনি পাবেন $0.20 করে।

এভাবে $10 ডলার হলেই আপনি পেপালের মাধ্যমে ডলার উঠাতে পারবেন  অথাৎ ৫০ জন-কে আপনার রেফারে জয়েন করাতে পারলেই $10 বা 700 টাকা পাবেন। এভাবে যত বেশি জনকে জয়েন করাতে পারবেন তত বেশি টাকা আয় করবেন। পেপালে সমস্যা ? চিন্তা নেই, আপনার আকাউন্ট এ $10 হলে "আমাকে বলেন" আমি আপনাকে এলার্টপের মাধ্যমে পেমেন্ট করবো। আসা করি কাজটি করতে আপনার কোনো আসুবিধা হবে না। তারপরেও যদি কোনো কিছু বুঝতে আসুবিধা হয় মন্তব্যে লেখুন আমি যথাসাধ্য হেল্প করতে চেষ্টা করবো।

সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন আর ভালো লাগলে আমার সাইট=> WWW.EARNCOURSE.TK টা দেখে আসতে ভুলবেন ন।

  লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): www.earncourse.tk, free domain, earn money ; সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...   [বিজ্ঞাপন] এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/Tapasbest/29397025 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান ২৬টি মন্তব্য ১-২৬ ১. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:১২ আহমেদ আরিফ বলেছেন: ভগবানের নাম নিয়ে বলেন কত টাকা আয় করছেন? ১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৬ লেখক বলেছেন: ভাইয়া কেবল শুরু করছি, ৫০ জন রেফারেল হলেই বোঝা যাবে পেমেন্ট দেবে কি না। তবে আমি দেখিছি, বেশির ভাগ এফিলিয়েট সাইট গুলোই পেমেন্ট করে। ওয়েট করুন, পেমেন্ট পেলে তা নিয়ে পোস্ট দেবো।

২. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:১৩ জেবাল বলেছেন: ভুয়া মনে হয় ১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৭ লেখক বলেছেন: ভাইয়া কেবল শুরু করছি, ৫০ জন রেফারেল হলেই বোঝা যাবে পেমেন্ট দেবে কি না। তবে আমি দেখিছি, বেশির ভাগ এফিলিয়েট সাইট গুলোই পেমেন্ট করে। ওয়েট করুন, পেমেন্ট পেলে তা নিয়ে পোস্ট দেবো। ৩. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৩৬ সেলিনা11 বলেছেন: আহমেদ আরিফ বলেছেন: ভগবানের নাম নিয়ে বলেন কত টাকা আয় করছেন? ১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৭ লেখক বলেছেন: ভাইয়া কেবল শুরু করছি, ৫০ জন রেফারেল হলেই বোঝা যাবে পেমেন্ট দেবে কি না। তবে আমি দেখিছি, বেশির ভাগ এফিলিয়েট সাইট গুলোই পেমেন্ট করে।

ওয়েট করুন, পেমেন্ট পেলে তা নিয়ে পোস্ট দেবো। ৪. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৩৭ শাহ আলম৬৭ বলেছেন: বাংলাদেশে যেখানে পেপল কার্যকর নয়, সেখানে পেপলে টাকা তোলার মত মিছে কথাটা বলতে পারলেন?? ১৫ ই জুন, ২০১১ রাত ১১:১৩ লেখক বলেছেন: ভাইয়া আপনার ১০ ডলার জমা হলে আমার সাথে যোগাযোগ করেন। ৫. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৪৩ ব্লুম্যাজিক বলেছেন: ESET Smart Security - Alert Access denied ! Details: Web page: http://www.registry.cu.cc/?ref=TAPASFUN Description: Access to the web page was blocked by ESET Smart Security. The web page is on the list of websites with potentially dangerous content. ১৫ ই জুন, ২০১১ রাত ১১:১৭ লেখক বলেছেন: ভাইয়া আমিও তো ইসেট ইউস করি। আমার তো প্রবলেম হল না। আপনি যখন রেজিস্টার করবেন, তখন এন্টিভাইরাস টা দিসেব্ল করে রাখুন, রেজিস্টার হয়ে গেলে এনাবেল করুন।

৬. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৪৩ নিশম বলেছেন: গত পরশু একজন পোস্ট দিয়েছিলো যে, ফেবু থেকে ২০০টাকা ফ্লেক্সি করানো যাবে। আমি তার দেখানো উপায়ে টানা ৩টা ঘন্টা খেতে যা দেখলাম, ২০০টাকা তো দুরের কথা, ২ পয়সাও পাইনাই। ভাই, কেনো এই কাজ গুলা করেন আপনারা? লজ্জা করেনা? এই যে এতো আজেবাজে কথা বলে সহব্লগার রা, তাও কিভাবে করতেই থাকেন এইসব! ১৫ ই জুন, ২০১১ রাত ১১:২৩ লেখক বলেছেন: ভাইয়া হ্যা, এটা অনেকেই পেয়েছে তবে বিডি এর কিছু নেটওয়ার্ক সাপোর্ট করে না। ভাইয়া আমাকে বলে কি লাভ ? আমি যা শিখেছি এখান থেকেই শিখেছি। ৭. ১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৫৬ অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আহমেদ আরিফ বলেছেন: ভগবানের নাম নিয়ে বলেন কত টাকা আয় করছেন? কইসা মাইনাস....আশা করি আউল ফাউল পোষ্ট আর পোষ্ট করবেন না ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩২ লেখক বলেছেন: ভাইয়া, আপনি সত্যিই অসামাজিক।

টাকা ছাড়া কিছু হ্য় ? আপনি আমাকে ফ্রি-তে একটা বাংলা ওয়ার্ডপ্রেস থিম বানিয়ে দেবেন। G-TALK => যোগাযোগ করুন। ৮. ১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:১৮ শাহ আলম৬৭ বলেছেন: পোস্ট দিয়ে হাওয়া কেন ভাই, ফ্রী পাওয়ার আশায় আমি তবু ডোমেইন রেজিঃ করে আর এগুতে পারলাম না, কী ভুয়া সাইট?? ১৪বার চেষ্টা করেও সাইন আপ করতে পারিনি--কী ভুল তা-ও বলে না, ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৪৫ লেখক বলেছেন: ভাইয়া, আপনি Street / Number* City* এগুলো সব ছোট হাতের দিন, কোনো দাড়ি, কমা দেবেন না। তাহলেই হয়ে যাবে, আমার ও এই প্রবলেম হয়েছিল। এভাবে ঠিক করেছি, আর ফর্ম টার উপড়ে ভালো করে দেখবেন, কি ভুল হয়েছে দেখতে পারবেন।

৯. ১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:১৫ এস কে রায় বলেছেন: পুরাতন বিষয়/ পোষ্ট ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৪৮ লেখক বলেছেন: আমি জানতাম না। এখন জানলাম। ১০. ১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৭ sleepinghabib বলেছেন: ২৮বার চেষ্টা করেও সাইন আপ করতে পারিনি--কী ভুল তা-ও বলে না, ডুর মিয়া কষ্ট পাইলাম......... ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৪৬ লেখক বলেছেন: ভাইয়া, আপনি Street / Number* City* এগুলো সব ছোট হাতের দিন, কোনো দাড়ি, কমা দেবেন না। তাহলেই হয়ে যাবে, আমার ও এই প্রবলেম হয়েছিল। এভাবে ঠিক করেছি, আর ফর্ম টার উপড়ে ভালো করে দেখবেন, কি ভুল হয়েছে দেখতে পারবেন।

১১. ১৬ ই জুন, ২০১১ সকাল ৯:৩১ শাহ আলম৬৭ বলেছেন: নারে ভাই, কী ভুয়া ব্যাপার শতবার করেও নিবিন্ধন সম্ভব হল না। শুধু বলে Address must be 6-100 characters, numbers and letters only, যা ভুলও করিনি। দেখতো কী সমস্যা । ১২. ১৬ ই জুন, ২০১১ সকাল ১০:২২ শাহ আলম৬৭ বলেছেন: শেষ পর্যন্ত আমার ডোমেইন নিবন্ধন হয়েছে। এখন তোমার কথামত ''হ্যা আপনি কেবল একটি সাইটে রেজিস্টার করে, সেখান থেকে ৫ টি ফ্রি ডোমেইন নিতে পারবেন"" আমি ৫টি ফ্রী ডোমেইন কিভাবে নেবো জানাও ভাই ১৬ ই জুন, ২০১১ রাত ১০:৪৬ লেখক বলেছেন: খুব সোজা প্রথমে সাইট- টাই যাও, তারপর সার্চ বক্স এ ডোমাইন নেম দিয়ে Check Availability তে ক্লিক করুন।

এবার Domain Option থেকে দুই বছর সিলেক্ট করে Checkout করুন। তারপর আপনার একাউন্ট এ লগইন করুন। এবার রেজিস্ট্রেশন ফিনিশ করুন। ১৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৮ আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: পিং করতে শিং গজায়া গেল করসির তলির নাগাল পাইলাম না। ০২ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৪ লেখক বলেছেন: HI.....HI...... LATEST OFFER=> ১৪. ০২ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৪ তাপস চন্দ্র বর্মন বলেছেন: LATEST OFFER=> Click This Link   আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।