আমাদের কথা খুঁজে নিন

   

রনি যা বলেছেন সেটা ব্যক্তিগত মত: স্পিকার

সংবাদ ব্রিফিংয়ে সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির দেওয়া বক্তব্যের বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘রনি যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি আমাকে উদ্ধৃত করে যা বলেছেন, সে ধরনের কোনো মন্তব্য আমি করিনি। ’
আজ বুধবার বিকেলে নিজ দপ্তরে স্পিকার সাংবাদিকদের এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে হুইপ আ স ম ফিরোজকে নিয়ে গোলাম মাওলা রনি স্পিকার শিরীন শারমিনের কক্ষে প্রবেশ করেন। স্পিকারের সঙ্গে আলোচনা শেষে তিনি সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করেন।


স্পিকারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে গোলাম মাওলা গতকাল বলেন, ‘স্পিকারের কাছে জানতে চেয়েছি আমার আচরণে সংসদ বিব্রত কি না। দলের কিছু করার আছে কি না। ’ রনি বলেন, ‘জবাবে স্পিকার বলেছেন, এর মধ্যে সংসদের বিব্রত হওয়ার কিছু নেই। দলের কোনো বিষয় থাকলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলেছেন। ’
রনি বলেন, ‘আমি মনে করি, যেহেতু এলাকার লোকজন আমাকে ভোট দিয়েছেন, তাই তাঁদের সঙ্গে আলোচনার দরকার আছে।

তা ছাড়া আমি একটি দলকে প্রতিনিধিত্ব করি। সুতরাং দলের নেতৃত্বের সঙ্গে কথা বলব। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব। দল, সংসদ বা সরকার যদি বিব্রত হয়, তবে আমি পদত্যাগ করব। তবে দলের কেউ এখন পর্যন্ত আমাকে বলেননি যে আমার কারণে দল বিব্রত।

’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।