আমাদের কথা খুঁজে নিন

   

জেগে আছি

শাকিলা তুবা রাতভর ঘুমের ক্লান্তিতে জেগে আছি, জেগে আছি দুই চোখ, জেগে আছি চুল, সূর্যবংশীয় রাজা মান্ধাতার কাল থেকেই জেগে আছি; পরিব্যাপ্ত, শত্রুকর্তৃক অধিকৃত। জেগে আছি চিবুকের তিল--- নিতাইগঞ্জের চিত্রাক্ষী বুড়ীর একটি হাত আকাশে ঠেকেছিল, অপরটি সমুদ্রে- দুইয়ের মাঝে ভেসে ঘুমিয়েছিলাম একদা, যেমন ঘুমোয় প্রভুভক্ত কুকুর আশ্লেষে। এই ঘুমে নখের আঁচড়, গাল ফুটো করা বাতাস, ঘুমে অকাতর দুঃখ। এখন রাতের ঘুমে দীর্ঘ রমন ক্লান্তি রতি-অতৃপ্তির অবসাদ। অতঃপর, জেগে আছি ঘুম জাগরনে; পেঁচার মত জেগে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.