আমাদের কথা খুঁজে নিন

   

কাল রাতে ১০০ মিনিট স্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ

১০০ মিনিট স্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ হবে কাল রাতে। আকাশ মেঘমুক্ত থাকলে জ্যোতির্বিদের দৃষ্টিতে তাত্পর্যপূর্ণ এই গ্রহণটি দেখা যাবে সারা বাংলাদেশ থেকে। রাত ১২টা ২৪ মিনিটে শুরু হবে মূল গ্রহণ। চলবে শত মিনিটব্যাপী। আবহাওয়া অধিদফতর বিজ্ঞান সংগঠন ও অনুসন্ধিত্সু চক্রসহ জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংগঠনগুলো চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

অনুসন্ধিত্সু চক্রের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম অপু আমার দেশকে জানান, এবারের গ্রহণটি এশিয়ার দেশগুলো থেকে ভালো দেখা যাবে। তবে সবচেয়ে ভালো দেখা যাবে বাংলাদেশ থেকে। অ্যাসট্রনমি লাইভ ডটকমের মাধ্যমে বিশ্বের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এই গ্রহণটি লাইভ দেখাবে। বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন বৈশাখীও গ্রহণটি লাইভ প্রচার করবে। অনুসন্ধিত্সু চক্রের সদস্যরা জানান, ঢাকার সময় হিসাবে রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়।

আংশিক গ্রহণ শুরু হবে ১২টা ২৩ মিনিটে এবং গ্রহণের পূর্ণতা পাবে রাত ২টা ১২ মিনেটে। পূর্ণগ্রহণ শেষ হবে ভোররাত ৪টা ২ মিনিটে। এর উপচ্ছায়া পর্যায় শেষ হবে ভোর রাত ৫টায়। আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা জানায়, ১৫ জুন রাত ১১টা ২৩ মিনিট ০৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে ১৬ জুন বাংলাদেশ মান সময় ভোর ৫টা ২ মিনিট ১২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে বেরিয়ে আসবে। কেন্দ্রীয় গ্রহণ রাত ১টা ২২ মিনিট ৬ সেকেন্ডে শুরু হয়ে ৩টা ৩ মিনিটে শেষ হবে।

সর্বোচ্চ গ্রহণ মাত্রা হবে ১.৭০৫। সংগঠনটির জোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধু বেনু জানান, এবারের পূর্ণ গ্রহণটি ২০১১ সালের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় গ্রহণটি হবে ১০ ডিসেম্বর। এবারের পূর্ণ চন্দ্রগ্রহণটি অনেক বেশি তাত্পর্যপূর্ণ। কারণ, পৃথিবীর ছায়ার কেন্দ্রে চাঁদ প্রায় ১০০ মিনিট অন্ধকারাচ্ছন্ন থাকবে।

এর আগে এরকম অবস্থায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। পরে এরকম গ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত। আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক বেগম জিন্নাতুন নেসা জানান, ১৫ জুন ভারত মহাসাগরে অবস্থিত কুক দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিক থেকে স্থানীয় মান সময় মধ্যরাত ১১টা ৫৩মিনিট ৫৮ সেকেন্ডে প্রথমবারের মতো চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করবে। অন্যদিকে আফ্রিকার পশ্চিম উপকূলে ১৬ জুন স্থানীয়মান সময় মধ্যরাত ০০টা ৬ মিনিট ৩৯ সেকেন্ডে শেষবারের মতো উপচ্ছায়া থেকে বেরিয়ে আসবে। ভারত মহাসাগরের রডরিগুয়েজ দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব দিকে ১৫ জুন স্থানীয়মান সময় মধ্যরাত ১১টা ৫৮ মিনিট ২৪ সেকেন্ডে কেন্দ্রীয়গ্রহণ শুরু হবে।

সর্বোচ্চ গ্রহণ ঘটবে ভারতীয় মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের পশ্চিম উপকূলে ১৬ জুন স্থানীয়মান সময় মধ্যরাত ০০.২৭ সেকেন্ডে। শুধু এই স্থানেই সর্বোচ্চ মাত্রা হবে ১.৭০৫। চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু নভোথিয়েটার (মওলানা ভাসানী নভোথিয়েটার) প্রাঙ্গণে দেশের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। ক্যাম্প শুরু হবে ১৫ জুন বিকাল ৪টা থেকে। সবার জন্য উন্মুক্ত ক্যাম্পটি চলবে সারারাত।

এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্প অপটিক্যাল টেলিস্কোপ ছাড়াও রেডিও টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়েছে অনুসন্ধিত্সু চক্র। রেডিও টেলিস্কোপ কার্যক্রমও সবার জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীদের বিকাল ৪টার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও দেশের পৃথক ২০টি স্থানে আয়োজন করা হবে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প।

ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের এ চন্দ্রগ্রহণ ক্যাম্পের তথ্য, ভিডিও, ছবি সরাসরি প্রচার করবে Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।