আমাদের কথা খুঁজে নিন

   

[পরীক্ষামূলক]প্রাপ্তবাংরেজদের জন্য নহে: Spoken Expressions-1 :কনভার্সেশন শুরু করতে প্রয়োজনীয় এক্সপ্রেশন:কনভার্সেশন কিভাবে শেষ করতে হয়:কিছু এক্সপ্রেশনের সংক্ষিপ্ত রূপ :

বিবিসি জানালার খুব ছোট ছোট উপস্থাপনা দেখে মনে হলো এমনটা হয়ত এই ব্লগেও করা যেতে পারে। আর তাই পরীক্ষামূলকভাবে কিছু কন্টেন্ট ধারাবাহিকভাবে তুলে ধরার কথা ভাবছি। যদি মনে হয় এমন উপস্থাপনা বেঠিক হচ্ছে, তাহলে অবশ্যই এই প্রজেক্ট মাথা থেকে ঝেড়ে ফেলব। এই কন্টেন্ট তৈরীতে যেসব ওয়েবসাইটের সাহায্য নেয়া হয়েছে সেগুলো হলো: 1. http://www.esl.about.com 2. Click This Link 3. http://www.daveseslcafe.com 4. http://www.eslgold.com 5. http://www.freeenglishnow.com 6. http://www.go4english.com Starting a Conversation: কনভার্সেশন শুরু করতে প্রয়োজনীয় এক্সপ্রেশন। অপরিচিত ব্রিটিশদের মধ্যে কনভার্সেশন শুরুর সময় আবহাওয়া বিষয়ক কথা চালাচালি বেশী ঘটে।

যেমন: ১ম জন: Nice day, isn’t it? বা It’s an awful day, isn’t it? ২য় জন: Yes, lovely. বা I’ve never seen such an awful day. এরপর তারা নিজেদের নাম-পরিচয় বিনিময় করে। তবে অপরিচিত আমেরিকানদের মধ্যে কনভার্সেশন শুরু হয় তারা কে কোন স্থান থেকে আসছে তা জানার মাধ্যমে। আবার, বিশেষ করে সাধারণভাবে পরিচিত ব্যক্তির সঙ্গে গ্রিটিংস বা শুভেচ্ছা বিনিময় অথবা শুভেচ্ছা জিজ্ঞাস্য দিয়ে কনভার্সেশন শুরু করা যেতে পারে। যেমন: How's it going? (এর অর্থ "How are you?" এর মতই) বা How's everything? বা How's life? উত্তরে বলা যেতে পারে: OK. বা Not bad. বা Can’t complain. বা So-so. ইত্যাদি। বর্তমানে চলা কাজ-কারবার নিয়ে কথা বলা যেতে পারে।

যেমন: What's up? বা What's happening? এছাড়া আপনার অনুপস্থিতিতে নতুন কি ঘটেছে তা জানতে চেয়ে কনভার্সেশন শুরু করা যেতে পারে: What's new? (তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার পরে তেমন কিছু ঘটেছে কি?)| আবার অন্যজনকে নতুন কোন ঘটনা জানানোর ইচ্ছা প্রকাশ করে কনভার্সেশন শুরু করা যেতে পারে: Guess what? (অর্থাত তোমাকে কিছু নতুন খবর দিতে চাচ্ছি, তুমি জানতে চাও কি? এর উত্তরে বলতে হয়: "What?") একটি উদাহরণ দেখা যাক: ১ম জন: Guess what? ২য় জন: What? ১ম জন: I just got a new job. ২য় জন: Congratulations! সিরিয়াস কোন বিষয়ে কনভার্সেশন শুরু করতে চাইলে বলা যেতে পারে: Can I talk to you for a minute? বা Do you have a minute? বা Got a minute? Closing a Conversation : কনভার্সেশন কিভাবে শেষ করতে হয়। কনভার্সেশন শেষ হওয়ার দিকে এলে এবং তা শেষ করতে চাইলে প্রথম জন বলতে পারে: It's been nice talking to you. বা It's been great talking with you. অথবা I really enjoyed meeting you. বা It was nice meeting you, Mr. Hasinul. অথবা I'm sorry, but I have to go now. বা I'm afraid I have to leave now. (এখানে ‘I’m afraid’ এর অর্থ ভয় পাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট না। এটি একটি এক্সপ্রেশন যা বোঝায়: I’m sorry to say that...) অথবা Thanks for the information/ the tour/your time. বা Thanks for taking the time to talk with me/us. উপরের কথার প্রেক্ষিতে এখন অন্যজন বলবে: I'll give you a call. বা I'll send you an e-mail. অথবা We'll send out that information right away. বা I'll have my secretary schedule an appointment. অথবা Could you send me a brochure or some more information? বা Could I contact you by e-mail/at your office? অথবা How do I get in touch with you? বা How can I reach/contact you? চলমান কনভার্সেশন এভাবে শেষের দিকে চলে আসলে কথা বলা একবারে শেষ করার জন্য বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করা যেতে পারে: Good-bye বা Bye. বা See you later. বা See ya. (informal) বা Catch you later (informal) অথবা I look forward to seeing you again. বা We'll see you on Friday. বা See you next week. অথবা Let me give you my business card. বা Here's my e-mail/office number. অথবা Let's keep in touch by e-mail. বা We'll be in touch. অথবা Call me if you have any questions. বা E-mail me. ইত্যাদি। কনভার্সেশন শেষ করার একটি উদাহরণ: ১ম জন: Well, it's been nice talking to you. ২য় জন: Nice talking to you too. ১ম জন: (I'll) see you later. ২য় জন: Bye. Informal Contractions : কিছু এক্সপ্রেশনের সংক্ষিপ্ত রূপ। এখানে কেবল informal contraction-গুলো তুলে ধরছি যেগুলো সচরাচর বইয়ে পাওয়া যায় না।

তবে এসব contraction কোন formal পরিবেশে ব্যবহার করা ঠিক না। 1. (whatcha = what are you) Whatcha going to do? (whatcha = what have you) Whatcha got there? 2. (ya = you) Who saw ya? 3. (ain't = am not/are not/is not) I ain't sure. You ain't my boss. 4. (ain't = has not/have not) I ain't done it. She ain't finished yet. 5. (gimme = give me) Gimme your money. Can you gimme a hand? 6. (gonna = going to) Nothing's gonna change my love for you. What are you gonna do? 7. (gotta = (have) got a) I've gotta gun. I gotta gun. Have you gotta car? 8. (gotta = (have) got to) I've gotta go now. I gotta go now. 9. (kinda = kind of) She's kinda cute. 10. (lemme = let me) Lemme go! 11. (wanna = want to) I wanna go home. 12. (wanna = want a) I wanna coffee. Thank you for your patience! ২য় পর্বের লিংক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।