আমাদের কথা খুঁজে নিন

   

FUP (Fair Usage Policy) নিপাত যাক।দলে দলে যোগ দিন।

এ কেমন বিটলামী,এ কেমন ফাইজলামী,এ কেমন অন্যায়-অবিচার???আমরা সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের কি কোনো মূল্য নেই??? বড় হাউস করে লইছিলাম সরকারী প্রতিষ্ঠান টেলিটক হইতে একখান থ্রী-জি মডেম প্লাস সিম এর প্যাকেজ। ভেবেছিলাম অন্যান্য জালিম অপারেটর দের মত টেলিটক আমাদেরকে ঠকাবে না। ভেবেছিলাম অন্যান্য অপারেটরদের মত সরকারী প্রতিষ্ঠান টেলিটকের কোনো ফাপ(FUP) থাকবেনা। কিন্তু আমি ছিলাম ভূল। টেলিটক অন্যান্য জালিম অপারেটর এর মত আমাদের উপর ফাপ(FUP) বসাইছে,যেটা আমি মেনে নিতে পারছি না।

আমি আশা করব আমার মত হাজার হাজার গ্রাহক এটা মেনে নিতে পারছেন না। এই ফাপ(FUP) এর নামে ৪০ জিবি(40GB) ডাটার লিমিটেশন মানি না মানব না। আনলিমিটেড মানে পুরা আনলিমিটেড হতে হবে। এটাই আমাদের এক দাবী,না হলে আমরা টেলিটক বয়কট করব। টেলিটক,গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি,সিটিসেল,বাংলালায়ন,কিউবি,ওল্লো সহ সকল ইন্টারনেট সেবা দান কারী প্রতিষ্ঠানের নিকট আমাদের এক দাবীঃ- *** ১ জিবি ডাটা ১০০৳ করতে হবে এবং সর্বনিম্ন স্পীড ২৫৬ কেবিপিএস করতে হবে এবং আনলিমিটেড মানে আনলিমিটেড হতে হবে কোনো ফাপ(FUP) চলবে না।

বন্ধুরা যারা আমার সাথে একমত তারা দলে দলে যোগ দিন মানে শেয়ার করে প্রতিবাদ করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।