আমাদের কথা খুঁজে নিন

   

জৈব জ্বালানি দিয়ে চলবে বিমান

D:\My Documents\Downloadsৎraihan.JPG বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলোকে নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আইএটিএ বলেছে, ভবিষ্যতে জৈব জ্বালানি দিয়ে বিমান চালানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে বিমানে ব্যবহারের উপযোগী জৈব জ্বালানি ব্যয়বহুল এবং বিশ্বের সব স্থানে তা পাওয়া যায় না। আইএটিএর পরিবেশ বিষয়ক পরিচালক পল স্টিল বলেছেন, বিশ্বের বিমান সংস্থাগুলো যত তাড়াতাড়ি সম্ভব জৈব জ্বালানি দিয়ে শতভাগ বিমান চালাতে চায়। এক টন জেট কেরোসিন বা বিমান ব্যবহারযোগ্য জ্বালানি পোড়ালে যে পরিমাণ ক্ষতিকারক কার্বন নিঃসরণ ঘটে তার চেয়ে ৮০ শতাংশ কম কার্বনের নিঃসরণ ঘটে সমপরিমাণ জৈব জ্বালানি থেকে। জৈব জ্বালানির চড়া মূল্য এবং সরবরাহে ঘাটতি থাকায় এখনই বিমান শিল্পের পক্ষে ব্যাপকভাবে জৈব জ্বালানির ব্যবহারের দিকে ঝুঁকে পড়া সম্ভব হবে না বলে তিনি জানান। পল স্টিল জানান, ২০২০ সালের মধ্যে বিশ্বের ছয় শতাংশ বিমান জৈব জ্বালানি দিয়ে চালানোর চেষ্টা করছে আইএটিএ। (সংগ্রহীতঃ সমকাল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।