আমাদের কথা খুঁজে নিন

   

চোর ধরার কলিং বেল

আমারে দিবো না ভুলিতে কলিং বেলের কাজ কী? এমন প্রশ্নটা একটু হাস্যকরই বটে। কিন্তু এই প্রশ্নের পেছনের কারণটি হলো—১৩ বছর বয়সী এক কিশোরের আবিষ্কার। সমপ্রতি যুক্তরাজ্যের ১৩ বছর বয়সী এক কিশোর ইন্টেলিজেন্ট এক কলিং বেল উদ্ভাবন করেছেন। ‘লরেন্স রুক’ নামের এই কিশোরের দাবি, এই কলিং বেলটি যথেষ্টই স্মার্ট, যা বাড়িতে চোর ঢুকলে অভিনব উপায়ে বাড়ির বাসিন্দাদের সর্তক করে দেবে। আরও জানা গেছে, লরেন্স রুক দাবি করেছেন, তার উদ্ভাবিত ‘স্মার্ট বেল’ বাড়িতে কেউ না থাকলেও বহিরাগতকে বাড়ির মধ্যে লোক রয়েছে—এমন ধারণা দিতে সক্ষম।

লরেন্সের বাড়ি ইংল্যান্ডের সারে এলাকায়। তিনি সাউথ লন্ডনের ট্রিনিটি স্কুলের ছাত্র। এই স্মার্ট বেলের ফিচার হিসেবে বলা হয়েছে, স্মার্ট বেলের সঙ্গে জুড়ে দেওয়া আছে মোবাইল ফোন। লরেন্সের এই ডোরবেলের বিশেষত্ব হচ্ছে, যখন কেউ ডোরবেলে চাপ দেবে, তখন এটি ১০ সেকেন্ডের মধ্যে বাড়ির মালিকের মোবাইল ফোনের সাথে সংযোগ স্থাপন করবে এবং মালিক বাড়িতে না থাকলেও তিনি বাইরে অপেক্ষমান লোকের সাথে কথা বলতে পারবেন। একই সাথে ডোরবেলটি এমন এক ধরনের শব্দ উত্পাদন করবে, যা শুনে মনে হবে যেন ঘরে লোকজন আছে।

তাই চোর আর চুরি করার কথা ভাবতেই পারবে না। তার এই বেল উদ্ভাবনের জন্য প্রযুক্তিকেই ধন্যবাদ দেওয়া যায়। জানা গেছে, এই বেলটি তৈরি করা হয়েছে ইনবিল্ট সিম কার্ড ও মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে। এই কলিং বেলটি কিছুটা সাধারণ কলিং বেলের মতোই কাজ করবে, আবার কিছুটা ইন্টারকমের মতো। সেই সাথে স্পেশাল ফিচার তো থাকছেই।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।