আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দী মুভি বাংলা রিভিউ- “Ready”

ভালো মুভির সংজ্ঞা দেয়া কিন্তু অনেক সহজ। আবার অনেক কঠিন। যে মুভি দেখতে ভালো লাগে সেটাই ভালো মুভি। যেখানে Gandhi My Father মুভিটি দেখে আমার এক কথায় অসাধারণ লেগেছিল আবার Om Shanti Om দেখার পর দুদিন ধরে মাথা ব্যথা ছিল। কিন্তু পরিবারের সবাই মিলে যদি মুভি দেখতে বসি তখন Gandhi My Father মুভিটিকে বোরিং বলে ঝেটিয়ে বের করে দিয়ে সবাই একসাথে দেখবো Om Shanti Om।

সেভাবেই আরেকটি হিন্দী মুভি “Ready” যেটাকে ভালো মুভি বলার সাথে সাথে ১০০ টা গালি খাইতে হবে। কিন্তু গালিটা যে দিবে সেই পরে হয়তো বলবে “উফ!! ক্যারেক্টার পুরা ঢিলাই হয়ে গেল”। এক কথায় মাসালা ওয়ালা ধামাকা মুভি Ready। নাচ,গান,হাসি আর আছে Salman Khan। পুরা আকর্ষণীয় ফ্যামিলি প্যাকেজ।

কাহিনীটা বেশ প্যাঁচানো। Prem ( Salman Khan) তার পরিবারে অনেক আদরের দুষ্টু কিন্তু লক্ষ্মী পোলা। লক্ষ্মী পোলার প্রথম ভালো কাজ দেখা যায় যখন পাশের বাড়ীর মেয়ের বিয়ের রাতে মেয়েরে নিয়ে ভেগে যায়। সবাই Prem এর দুষ্টামিতে বিরক্ত হয়ে তথাকথিত সর্বরোগের মহৌষধ বিয়ের কথা চিন্তা করা শুরু করে। এদিকে আরেক পরিবারে চলছে অন্য কাহিনী।

দুই বেকুব ডনের ভাগ্নি Sanjana ( Asin) এর বিয়া নিয়া টানাটানি শুরু ক্রসে দুই মামা। কারণ Sanjana ‘র পৈত্রিক সম্পত্তি ২০০ কোটি টাকা। Sanjana কে যখন মামারা উল্টা পাল্টা পোলাপানের লগে বিয়া ঠিক করে তখন Sanjana বাড়ী থেকে উধাও হয়ে কীভাবে কীভাবে জানি পৌছায় সাল্লুর বাসায়। ব্যস! তার পর পেয়ার-মোহাব্বত আর তারপর মামাগো কঠ্ঠিন সাইজ। মুভিটির সবচেয়ে ভালো দিক হচ্ছে মুভিটিতে পরিবারকে দারুণভাবে দেখানো হয়েছে।

চাচা-চাচীর স্নেহ, নিজের ভালোবাসাকে জয় করার জন্য বাবা-মার ঝাঁপিয়ে পড়া দেখতে বেশ মজা লাগে। তারপর দুই ভাইয়ের মিলন। এর মধ্যে Anees Bazmee এর পরিচালনার মুভি হওয়ার কারণে মানুষের উড়া-উড়ি ফালতু সিন দেখে মেজাজটা একটু বিগড়ায় যায়। তবে সালমান খানরে দেখার পর সব খারাপ দিক ভুলে যেতে বাধ্য হতে হয়। কি ইশশটাইল! এক্কেরে ঝাক্কাস।

যাই কন ভাই, সালমান খান এখন এক নাম্বার! এছাড়া Asin , Mahesh Manjrekar , Akhilendra Mishra ‘র অভিনয় ভালো হয়েছে। Paresh Rawal এর চরিত্রটি খুবই বিরক্তিকর ধরণের। মুভিটির সংগীত চরম হিট। তার মধ্যে Character Dheela আর Dhinga Chika চরম গান হলেও বাকিগুলা পুরা ভুয়া। Character Dheela তে Zarine Khan এর নাচের প্রশংসা করতেই হয়।

মুভিটির ভেতরে হাসি আছে। তবে সবচেয়ে হাসির জিনিস হয়েছে মুভির গান নিয়ে এক বিতর্ক নিয়ে। Copy Cat এর বাদশাহ Pritam এর Character Dheela গানটির বিরুদ্ধে টুকলিফাইয়ের অভিযোগ এনেছে আরেক আদর্শ Copy Cat , Anu Malik। এদিকে গানটি শুনলেই বোঝা যায় Modern Talking এর বিখ্যাত গান brother louie এর নকল। হায়রে বেকুব!! চোরে কয় তুই চোর!! মুভিটি ২০০৮ সালের একই নামের একটি তেলেগু মুভির পুনর্নির্মাণ।

এদিক থেকে মুভিটি অন্তত: চোরামির হাত থেকে কিছুটা বেচে যায়। সব মিলিয়ে বলা যায় টাইম পাস করার জন্য একেবারে আদর্শ মুভি। রেটিং – ৩/৫ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.