আমাদের কথা খুঁজে নিন

   

ময়লা-বিড়ম্বনা

সকাল আটটা। স্থান মালিবাগ চৌরাস্তা। পরনে সাদা শার্ট, নেভি ব্লু জিনস প্যান্ট। পায়ে কেডস পরিহিত ফিটফাট একটা ছেলে। কিন্তু পেছনের বাম পাশের অংশ পুরোটাই কাদা মাখা।

ছেলেটির নাম ফয়সাল আমিন। পড়ে নবাবপুর স্কুলে, দশম শ্রেণীতে। স্কুল যাবার পথেই ঘটে বিপত্তি। স্কুল যাবার জন্য মালিবাগ চৌরাস্তায় এসেছিলেন, বাসে চড়বেন বলে। কিন্তু হঠাত্ পিছলে পড়ে যায় রাস্তায় জমে থাকা ময়লা-কাদা পানিতে।

ফলে কাদা মেখে একাকার। শুধু মালিবাগই নয়, সামান্য বৃষ্টিতে সারা ঢাকা শহরের একই অবস্থা হয়। শান্তিবাগ, গুলবাগ,মালিবাগ এলাকার স্যুয়ারেজ লাইনগুলো কোথাও কোথাও এতটাই চিকন যে, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া সাধারণ মানুষসহ ফলবিক্রেতারা তাদের উচ্ছ্বিষ্ট ডাস্টবিনে না ফেলে খোলা ম্যানহোল কিংবা বর্জ্য প্রবাহের জায়গায় ফেলে দেয়। এ কারণেও অনেক সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এই সমস্যার সমাধান ইহজনমে হবে বলে মনে হয় না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।