আমাদের কথা খুঁজে নিন

   

শুধু রমজানই যেন ধর্ম নিয়ে আসে।

সত্যের পথেয় মুক্তি রয়েছে খুজে দেখ হে পথিক আমরা অনেক সময় অনেক অনেক কিছু নিয়ে চিন্তা করি কিন্তু যা চিন্তা করার বিষয় সেটা নিয়ে কখনো চিন্তা করিনা ,যেমন আমাদের সমাজে অনেক মুসলিম আছে যারা শুধু এটা জানে সে মুসলিম কিন্তু মুসলিমের কাজ কি সেটা জানেনা জানার চেস্টা করেনা ,আর কিছুমানুষ আছে জানে কিন্তু এই মুসলমানের কাজগুলি নির্দিষ্ট একটি জাতির জন্য মনে করে আর সেই জাতি হল আলেম সমাজ ।তারা মনে করে ইসলামের বিধি বিধান মানা আলেমদের কাজ তারা দীন নিয়ে থাকবে আর বাকি সবাই যেভাবে ইচ্ছা জিবন যাপন করবে ।রমজজান আসলে দেখা যায় সামনের কাতার ছাড়া নামাজ পড়েনা গান শুনেনা ছবি দেখেনা একেবারে সবকিছু ছেড়ে একজন নেককার বান্দা হয়ে যায় ,ভুল! যদি এরকম ভেবে থাক ভুল ভেবেছ ইসলাম তোমার বাপের সম্পত্তি নয় যে যখন তোমার ইচ্ছা তুমি পালন করবে যখন ইচ্ছা করবেনা ,সাড়া বছর শোধ ও ঘোষ খেয়েছ মানুষের টাকা মেরে খেয়েছ হারাম কামায় করেছ আর আজ সে টাকাই ইফতার ও সেহরি খাচ্ছ খুব ভাল ভাল ,আর মনে করেছ আল্লাহ তোমার রোযা আর নামাযের প্রতি মুখাপেক্ষি ।সাবদান এমন ভুল চিন্তা করোনা তোমার কোন রোযা ও নামাজ কবুল হবেনা ,তোমার নামাজ ও রোযা ময়লা হয়ে তোমার উপর নিক্ষেপ করা হচ্ছে।যারা এই মাটিতে যার ইবাদত কর তার প্রতিনিধিদের অপমান করছ তাদের গালি দিচ্ছ শহিদ করছ আবার তার কাছে কিভাবে তার রহমত কামনা কর ।তাই আসুন আমরা শুধু রমজানের জন্য নয় সারা জিবনের জন্য ইসলামকে আপন করে তার আলোতে জিবন রাঙায় তবেই আমাদের সমাজে ও দেশে শান্তি আসবে ,আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কে সঠিক পথের উপর চলার তাওফিক দান করুক।আমিন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.