আমাদের কথা খুঁজে নিন

   

এ বছর দেশে কাঠাল উৎপাদন কম হবে!!

লাল মাটিতে কাঠাল গাছ ভালো হয়। অন্যান্য মাটিতেও হয় তবে ফলন তেমন ভালো না। অপেক্ষাকৃত উচু মাটিতে কাঠালের ফলন ভালো হয়। এর জন্য দরকার সঠিক পরিচর্যা। নানা কারনে এখন যেমন সব যায়গায় কাঠাল গাছ পাওয়া যায় না।

আমাদের গ্রামের বাড়ীতে এক সময় প্রচুর কাঠাল হতো। কিন্তু ৮৮ ও ৯৮ এর বন্যার পানিতে কাঠাল গাছ মরে গেছে। আমাদের দেশে কিছু জেলাতে কাঠাল এর ফলন বেশ ভালো হয় যেমন গাজীপুর, ময়মনসিংহ, সিলেট এবং উচু জেলা গুলোতে। ঢাকা শহরেও আগে বেশ কাঠাল গাছ দেখা গেলেও বর্তমানে নাই বললেই চলে। ঢাকা শহরের কাঠাল গাছ শূণ্যের কারন অনুসন্ধান এ জানা গেছে কাঠল গাছ এ শূণ্য হওয়ার বিশেষ কারন এক ধরনের জীবে।

এরা ছাগল বংশভুত, এবং হাইব্রিড পদ্ধতী আসায় বর্তমানে এদের বংশ দ্রুত বৃদ্ধি পেয়েছে । মগবাজার এলাকায় এদের বিচরণ ব্যপক। মগবাজার থেকে সারা ঢাকা শহরে ছড়িয়ে পরায় কাঠাল পাতা খেয়ে ফেলা এবং কাঠালের ছাল দিয়ে বেদনা স্থানে ছেকা দেয়ায় কাঠাল গাছ শূণ্য হয়ে গেছে। ছাগলদের কয়েক জন নাটের গুরু বন্ধি থাকায় ছোট ছাগুরা কাঠালপাতা সংকটে আছে। তাই তাদের কাঠাল পাতা, ও ছাল সরবরাহ করতে ঢাকার আশেপাশের কাঠাল গাছ সমৃদ্ধ এলাকায় হানা দিতে দেখা গেছে।

এতে ব্যপক কাঠাল গাছ এর ফলন কমে গেছে। হরতালের পর পর শক্তি ফিরে পেতে কাঠাল পাতার শরবত ও গায়ের ব্যাথা সারাতে কাঠালের ছালের ছেকা দেয়ায় ছালেরও কদর বাড়ছে এতে কাঠাল গাছও মরে যাচ্ছে। আগামী ৩৬ ঘন্টা হরতাল হওয়ায় ঐ সব অঞ্চলের কাঠাল মালিকদের কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে, এবার বুঝি কাঠাল গাছও বিলুপ্তির পথে!! ব্লগার বিং এর চোখে মগবাজারের কিছু দামী ছাগল  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।