আমাদের কথা খুঁজে নিন

   

এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার

সত্যের মাঝে সুন্দর, সুন্দরের মাঝে ভালবাস। ভালবাসার মাঝে বন্ধুত্ব, আর বন্ধুত্বের মাঝে তুমি আমি। প্রতিবারই যে ভুল করেছি, সে ভুল আমরা আর করতে চাইনা। আর প্রতারিত হতে চাইনা, চাইনা কারও মিথ্যা প্রতিশ্রুতি। চাইনা কারও দয়া কিংবা ভিক্ষা ।

চাই শুধু প্রাপ্য টুকু। মনে রাখবেন কোন নেতার কাছে আপনি ভোটের সময়, তার এক টাকা খরচ করালে, নির্বাচিত হলে সে সুদে আসলে আপনার কাছে থেকে হাজার হাজার টাকা আদায় করে ছাড়বে। এ জন্যই সরকারের দেওয়া সাহায্যও টুকু পেতেও আপনাকে টাকা খরচ হয়(মানে ঘুষ দিতে হয় আপনার সেই প্রিয় নেতাকে যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। ) কারণ -আপনি ভুলে গেলেও তারা ভোলেনি যে, ভোটের সময় তারা লক্ষ লক্ষ টাকা আপনাদের পিছনে খরচ করেছে। তাই সাবধান ভোটের আগে নেতাদের মিথ্যা আশ্বাসে ভুল করলে তা হবে নিজের পায়ে নিজে কুড়াল মাড়ার মত।

যাকে ভালো মনে করবেন তাকে নির্বাচিত করুন। নেতাদের দেওয়া চা,পান,সিগারেট খেয়ে, ভোট দিয়ে অতীতের মতই প্রতারিত হবেন না । আসুন এবার থেকেই যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করে আমরা প্রমাণ করতে চাই যে অতীতের নেতাদের দেওয়া ব্যথা আমরা ভুলি নাই। সামান্য উদাহরণ দিচ্ছিঃ এই নেতারা ভোটের সময় পারলে ভোটারের পা ধরতেও ভুল করে না, অথচ ভোটের পরে তাদেরকে চিনবেও না। আসুন আমরা এই ধরনের ভণ্ড প্রতারকদের ভোট দেওয়া থেকে বিরত থাকি এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে যোগ্য ব্যক্তিকে সহযোগিতা করি।

এবং নিজ এলাকাকে দুর্নীতি মুক্ত করে, সুন্দর একটা পৃথিবী গড়ে তুলতে সহযোগিতা করি। আসুন নিজে বদলে যাই,এবং নিজ এলাকাকেও বদলে দেই। এটি কোন রাজনৈতিক প্রচার নয়, এটি একটি জনসচেতনতা মূলক প্রচার মাত্র। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.