আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে তুমি স্বপ্ন দেখো......

মেয়ে তোমার স্বপ্নমাখা কাজল দুটি চোখে, রংধনুটা নিত্য যে তার পরশ মেখে রাখে । আকাশটাকে ছোঁবে তুমি- স্বপ্ন যে তাই দেখো ; নিত্য যে তার আঁকিবুকি,মনের মাঝে উকিঝুকি । আকাশনীলা,স্বপ্নময়ী,তাই কি তুমি আকাশটাকে হাত বাড়িয়ে ডাকো? মেয়ে তোমার মনের মাঝে ; লুকোনো যে কষ্ট আছে, বলোনি তুমি,জেনেছি তা তোমার ঐ কালো চোখের নীরব ভাষে, তাইতো বিষণ্ন বিকেলটা-ও তোমায় ভালোবাসে । শোনো মেয়ে,তুমি একলা যে নও; ভোরের পাখি,স্বর্ণনদী,গোধূলি আর আকাশভরা তারা আছে মিষ্টি হাওয়া,রাতের পাখি, শিউলি-বকুল-হাস্নাহেনা ওরাও তোমার কাছে । তুমি তোমার গভীর দুটি কালো চোখে, স্বপ্ন দেখো রংতুলিতে মনের মতো এঁকে । তুমি স্বপ্ন দেখো স্বপ্নময়ী সত্যি তুমি আকাশ ছোঁবে,হবেই একদিন জয়ী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.