আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবিত্তের পবিত্রতা

মধ্যবিত্তের পবিত্রতা কলস কলস কলুষিত জল, এই দেখো স্নানস্নিগ্ধ শরীর তাজা ভেতরে যায় নি টুকরা মেঘ, নাই_ কিছুটা জল সলাজ কাল ভেতরে জল উৎপাদিত না হলে পবিত্র হওয়া যায় না।। সারা বর্ষায় ভিজিয়ে রেখেছি শরীর, আঁশে আঁশে ভরে গেছে দেহ এখনো শুনিনি আমি বৃষ্টির কুহুতান, নিজের ভেতরে নাই মুষল মেশিন গান ঋতুময় হয় নিঃসঙ্গ প্রাণ, ভেতরে ফোটাও ফুল, পবিত্র হবে।। অনেক আতরে ভিজাই শরীর, খয়রাত করি খুশবু হাফিজের জানাজায় সুধাসিন্ধুপাড়ে_ শারাব ও সাকির কাছে সুফীশুদ্ধ তরলে ভাসমান আমি, দেখেছি আসমানে মুখরিত গজল উড়ে যায়, ঐশী অভ্যর্থনায় অলিখিত কাব্য বৃষ্টি হয়ে ঝরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।